মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, প্রত্যেক নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, মৃত্যু আসার পূর্বেই খালিছ তওবা করো। দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না, সকলকেই চলে যেতে হবে। তবে সাধারণ লোকের মৃত্যু ও ওলী আল্লাহগণ উনাদের বিছাল শরীফ-এর মধ্যে রয়েছে আকাশ-পাতাল ব্যবধান। তাই প্রত্যেকের জন্য ফরয-ওয়াজিব মৃত্যু থেকে ইবরত-নসীহত হাছিল করা। অর্থাৎ মৃত্যুর পূর্বেই তওবা ইস্তিগফার করে খালিছ মুসলমান হয়ে যাওয়া। যামানার খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, “মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, প্রত্যেক নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, মৃত্যু আসার পূর্বেই খালিছ তওবা করো। দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না, সকলকেই চলে যেতে হবে। তাই প্রত্যেকের জন্য ...
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে