হাদীছ শরীফ-এ ‘চাঁদ দেখে মাস শুরু করার, ঊনত্রিশ তারিখে চাঁদ দেখা না গেলে মাস ত্রিশ দিন পূর্ণ করার নির্দেশ রয়েছে।’ হাদীছ শরীফ-এর এই নির্দেশ স্পষ্ট প্রমাণ করে সারা পৃথিবীতে একদিনে ঈদ পালন করা সম্ভব নয়। যারা একদিনে ঈদ পালনের পক্ষে বলে থাকে তাদের শরীয়তের ইলম এবং ভৌগোলিক জ্ঞান উভয়টিরই যথেষ্ট অভাব রয়েছে। তাদের উচিত মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী উনাদের হাতে বাইয়াত গ্রহণ করে যিকির ফিকির-এর মাধ্যমে তাদের সমঝের তীব্রতা বৃদ্ধি করা। যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি শরীয়তের ইলম বিবর্জিত মানুষদের মনগড়া ব্যাখ্যা এবং সমাজে তাদের ফিৎনা সৃষ্টির বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে এসব কথা বলেন। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, যারা সমগ্র বিশ্বে একদিনে ঈদ পালন করার দাবি তুলছে বা তুলে তারা আসলে ন্যূনতম ভূগোলের জ্ঞান এবং শরীয়তের জ্ঞান বিবর্জিত মানুষ। হয় তারা আবেগ তাড়িত, যার কোনো মূল্য শ...
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে