সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

গো’আযম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজাকার গুরু গো’আযম কি আসলেই ‘ভাষা সৈনিক’ ছিল?

কুখ্যাত ধর্মব্যবসায়ী, বাংলাদেশে মওদুদীর ভ্রান্ত ও কুফরী মতবাদ প্রণেতা রাজাকার গুরু গো’আযম লা’নতুল্লাহ আলাইহি ‘ভাষা সৈনিক’ ছিলো বলে প্রচারণা চালিয়ে থাকে ধর্মাশ্রয়ী দল জামাত-শিবিরের কর্মীরা। কিন্তু এই গ-মূর্খের দল জানে না যে, গো’আযম যখন ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় তখন সে ছিলো কমিউনিস্ট বামপন্থীদের দলভুক্ত। যা পরবর্তীতে সে নিজেই বলেছে, ‘ভাষা আন্দোলন করা ভুল হয়েছে’। ১৯৭০ সালের ২০ জুন ‘দৈনিক আজাদ’ পত্রিকার পঞ্চম পৃষ্ঠায় প্রকাশতি হয় তার লেখা। ‘বাংলা ভাষার আন্দোলন করা ভুল হইয়াছে’ শিরোনামের সেই লেখায় গো’আযম বলেছে, “বাংলা ভাষা আন্দোলন পাকিস্তান প্রতিষ্ঠার দৃষ্টিকোণ থেকে মোটেই সঠিক কাজ হয়নি।” (দৈনিক আজাদ, ২০ জুন ১৯৭০ ঈসায়ী) এখানেই শেষ নয়। মুক্তিযুদ্ধ শুরু হবার পর পাকিস্তানি সেনাবাহিনীর হামলাকে স্বাগত জানিয়েছিল কথিত ‘ভাষা সৈনিক’ গো’আযম। জামাতের মুখপাত্র দৈনিক সংগ্রামেই এর বহু প্রমাণ রয়েছে। কাজেই গো’আযম কোনোক্রমেই ভাষা সৈনিক নয়। এটা লা’নতপ্রাপ্ত গো’আযমকে মহিমান্বিত করার ব্যর্থ অপকৌশলমাত্র।