আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, মু’মিন-মুসলমানের সবচেয়ে বড় শত্রু ইহুদী অতঃপর যারা মুশরিক তারা। হযরত ইসমাঈল যবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকেই কুরবানী করার জন্য যমীনে শোয়ানো হয়েছিলো এবং উনারই পরিবর্তে একটি দুম্বা কুরবানী করা হয়েছিলো।’ এটাই কুরআন শরীফ ও সুন্নাহ শরীফদ্বয়ের বর্ণনা। আর হযরত ইসহাক আলাইহিস সালাম উনার সম্পর্কিত বর্ণনাটি ইসরাইলী তথা ইহুদীদের বর্ণনা, যা সম্পূর্ণরূপে মিথ্যা ও পরিত্যাজ্য। কাজেই কুরবানী সম্পর্কে কট্টর মুশরিক দেব নারায়ণের বক্তব্য শুধু মিথ্যাই নয়; বরং কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ তথা ইসলাম-এর প্রতিই চরম ধৃষ্টতার শামিল। শতকরা ৯৫ ভাগ মুসলমানের দেশের আদালতে এ ধরনের মিথ্যা ও ধৃষ্টতাপূর্ণ রিট গ্রহণ করাই উচিত হয়নি; বরং সাথে সাথে উক্ত রিট খারিজ করে রিটকারী দেব নারায়ণের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত ছিল। আর এ বিষয়টি আদালতে ফায়ছালা করার বিষয় নয়; বরং কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ-এর আলোকে বাহাছে ফায়ছালা হওয়ার বিষয়। তাই কট্টর মুশরিক দেব নারায়ণসহ যারা ইসরাইলী বর্ণনায় বিশ্বাসী তাদের প্রতি প্রকাশ্য বাহাছের চ্যালেঞ্জ ঘোষণা করা হলো। যামানার খাছ লক্ষ্...
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে