মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, নিশ্চয়ই নাসী অর্থাৎ তারিখ, মাস আগ-পিছ করা কুফরীকে বৃদ্ধি করে। মাস শুরু হয়ে যাওয়ার আট দিন পর ১৪৩৩ হিজরী সনের মুহররমুল হারাম মাসের তারিখ ঘোষণা করেছে সউদী আরব। অথচ উনত্রিশতম তারিখে চাঁদ তালাশ করে আরবী মাস ঘোষণা করা শরীয়তের নির্দেশ। যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মাস শুরু হয়ে যাওয়ার আট দিন পর মুহররমুল হারাম মাসের তারিখ ঘোষণা করেছে সউদী আরব। অথচ উনত্রিশতম তারিখে চাঁদ তালাশ করে আরবী মাস ঘোষণা করা শরীয়তের নির্দেশ। আরবী মাস শুরু নিয়ে সউদী সরকারের উদাসীনতা এবং প্রহসনমূলক কার্যক্রমের বিরুদ্ধে বলতে গিয়ে তিনি উপরোক্ত ক্বওল শরীফ উল্লেখ করেন। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, নতুন হিজরী সনের (১৪৩৩) প্রথম মাসটিও (মুহররমুল হারাম) সউদী আরবে প্রথমে সঠিক তারিখে শুরু হয়নি। সউদী আরবে চাঁদের সঠিক হিসাব অনুযায়ী চাঁদ তালাশ করার কথা ছিলো ...
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে