উনার পবিত্রতম বয়স মুবারক তখন ২ (দুই) বছর। একবার উনার দুধবোন উনাকে নিয়ে প্রখর রৌদ্রের মধ্যে মাঠে যান। হযরত হালীমা সা’দিয়া আলাইহাস সালাম তিনি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ঘর মুবারকে দেখতে না পেয়ে বেচৈন হয়ে বাইরে বের হন। মাঠে গিয়ে উনাদের উভয়কে দেখতে পান। হযরত হালীমা সা’দিয়া আলাইহাস সালাম তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন : এ রৌদ্রের মধ্যে আপনারা বের হয়েছেন? হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুধ বোন তিনি বললেন, মা! আমাদের এ সম্মানিত ভাই উনার পবিত্র জসিম মুবারকে রোদ লাগেনা, তিনি সেখানেই যান এক খন্ড মেঘ উনাকে ছায়া দিয়ে থাকে। সুবহানাল্লাহ! (ইবনে কাছীর) সেই সম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বিলাদত শরীফ মাস মোহে রবিউল আউয়াল শরীফ উনার সম্মানার্থে আয়োজিত ৯০দিন ব্যাপি মাহফিল চলমান। মাহফিলে আসুন, খিদমতে শরীক হওন। #90daysmahfil Sm40.com
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে