সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আত্মসাত লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ছয় উছূলী তাবলীগের মুরুব্বীদের হাক্বীক্বত

প্রত্যেক তাবলীগওয়ালাই মানুষকে দুনিয়া ত্যাগের মাহাত্ম্য সম্পর্কে বোঝায়। তাদের আমিররা কথা বার্তায় এমন নমনীয়তা ও শিশুসুলভ আচরণ করে যেন দুনিয়ার কিছুই সে জানে না। তারা নিজেদের সম্পর্কে বলে যে, তারা কেবল নবীওয়ালা কাজ করে, দুনিয়াদারী কিছুই করে না; মহান আল্লাহ পাক তিনিই তাদের সব চালান। কিন্তু বাংলাদেশে তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, কাকরাইল মসজিদ কমিটির আমির ও তাবলীগের মজলিশে শূরার সদস্য ও ফায়সাল (চূড়ান্ত সিদ্ধান্ত প্রণয়ন কমিটির আমীর) ওয়াসিফুল ইসলামের অবস্থা সম্পর্কে জানলে চোখ উপরে উঠবে। ওয়াসিফুলের নেতৃত্বে একটি দল দেশ ও বিদেশ থেকে তাবলীগ ও কাকরাইল মসজিদ নির্মাণের নামে দুইশত কোটি টাকা তহবিল সংগ্রহ করে এবং এ টাকা সে পুরোটাই আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে ২০১২ ঈসায়ী সালে টঙ্গী আস্তানা ময়দানের জন্য সরকারি অনুদানের টাকা আত্মসাৎ নিয়ে কথা উঠে। ২০১৩ ঈসায়ী সালে টঙ্গি আস্তানা মাঠে ওয়াসিফের কক্ষ থেকে বড় অংকের টাকা পাওয়া যায়। বিগত দুই বছরে কাকরাইল মসজিদ থেকেই ১০ লাখ টাকা চুরি হয়।  অনেকদিন যাবৎ এ নিয়ে পত্র-পত্রিকায় লেখালেখি হলেও আজো পর্যন্ত নিজেকে নির্দোষ বলে প্রমাণ দিতে পারেনি সে। এছাড়াও রাজন...