সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আমীরুল মু’মিনীন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বেমেছাল ফযীলতযুক্ত ১৭ই রমাদ্বান শরীফ

English মহান আল্লাহ পাক তিনি ইরশাদ ফরমান- মহান আল্লাহ পাক উনার নিদর্শন সম্বলিত দিবসগুলিকে স্মরণ করিয়ে দিন সমস্ত কায়িনাতকে। নিশ্চয়ই এর মধ্যে ধৈর্যশীল ও শোকরগোজার বান্দা-বান্দীদের জন্য ইবরত ও নছীহত রয়েছে। (সূরা ইব্রাহীম : আয়াত শরীফ ৫) আজ বেমেছাল ফযীলতযুক্ত ১৭ই রমাদ্বান শরীফ। এ দিন উম্মুল মু’মিনীন হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম, উম্মুল মু’মিনীন হযরত আয়িশা সিদ্দীক্বা আলাইহাস সালাম এবং ইসলামের চতুর্থ খলীফা, আমীরুল মু’মিনীন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের মহাসম্মানিত বিছাল শরীফ দিবস। সুবহানাল্লাহ! ইসলামের প্রথম জিহাদ যা বদর জিহাদ হিসেবে মশহুর সেই দিবস। অতএব প্রত্যেক মুসলমানসহ সব মুসলিম সরকারের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে এ দিনের গুরুত্ব অনুধাবনে হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাওয়ানেহ উমরী মুবারক জানা, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা। এ দিনে সরকারীভাবে ছুটির ঘোষণা করা। এবং সরকারি ও বেসরকারিভাবে বেমেছাল তা’যীম-তাকরীম ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে যথাযথভাবে পালনের ব্যবস্থা করা।   যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ...