আখিরী রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনার অবমাননা পৃথিবীর প্রায় তিনশ’ কোটি মুসলমানের কারো পক্ষেই বরদাশত করা সম্ভব না
পৃথিবীর প্রায় তিনশ’ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাতের নাম ‘মত প্রকাশের স্বাধীনতা’ হতে পারে না। তথাকথিত মত প্রকাশের স্বাধীনতার নামে- মুসলমানদের ঈমান, নূরে মুজাসসম, রসূলদের রসূল, আখিরী রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনার অবমাননা পৃথিবীর প্রায় তিনশ’ কোটি মুসলমানের কারো পক্ষেই বরদাশত করা সম্ভব নয়। কোন আইন অথবা আদালতই এটা সমর্থন করতে পারে না। ব্যঙ্গচিত্র, কার্টুন এমনকি ফেসবুকে এগুলোর প্রতিযোগিতা আহ্বান কোন মতেই গ্রহণযোগ্য হতে পারে না। ফেসবুকে প্রতিযোগিতা আহ্বানকারী ক্ষমা প্রার্থনা করলেও- এটাই যথেষ্ট নয়। সংশ্লিষ্ট দেশ ও কর্তৃপক্ষ যদি এর যথাযথ প্রতিকারে উপযুক্ত শাস্তি প্রদানে ব্যর্থ হয়; তবে উদ্ভূত পরিস্থিতির দায়-দায়িত্ব তাদেরই বহন করতে হবে। যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, অবিশ্বাস্যভাবে আখিরী রসূল, হাবীবুল্লাহ, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনাকে ...