মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,"মহান আল্লাহ পাক উনার লা’নত মিথ্যাবাদীদের উপর।" ( সূরা আল ইমরান: আয়াত শরীফ ৬১)
আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, "যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।" (মুসলিম শরীফ)
সউদী ওহাবী সরকার দাবি করেছে যে-
তারা ৫ অক্টোবর ২০১৩ ঈসায়ী, শনিবার পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখতে পেয়েছে। মূলত, তাদের এ দাবি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কারণ মহাকাশ বিজ্ঞানের তথ্য এবং সে দেশের মহাকাশবিদদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে- "সেদিন সউদী আরবের আকাশে চাঁদ দেখা যায়নি"। আর দেখা যাওয়াটাও সম্ভব ছিল না।
সউদী আরবের চাঁদ দেখা সংক্রান্ত মিথ্যা প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ৫১টি দেশ এবছর ভুল তারিখে পবিত্র ঈদুল আযহা পালন করেছে। আর অনেক দেশের মধ্যে ঈদ পালনে মতপার্থক্য দেখা দিয়ে দুইটি ভিন্ন দিনে ঈদ পালিত হবে।
মহাকাশ বিজ্ঞানের
তথ্য অনুযায়ী ৫ অক্টোবর ২০১৩ ঈসায়ী তারিখে সউদি আরবে পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ
দেখার কোন সম্ভাবনাই ছিল না
অথচ সউদী আরবের ওহাবী সরকার ৫ অক্টোবর ২০১৩ ঈসায়ী তারিখে চাঁদ দেখার দাবি করে পবিত্র যিলহজ্জ মাস শুরু করার সরকারি প্রতিবেদন প্রকাশ করে।
ক্যাপশনঃ সউদী আরবের ওহাবী সরকার ৫ অক্টোবর ২০১৩ ঈসায়ী তারিখে চাঁদ দেখার দাবি করে পবিত্র যিলহজ্জ মাস শুরু করার সরকারি প্রতিবেদন প্রকাশ করে।
বাস্তবে সউদী আরবে চাঁদ দেখার প্রতিবেদন
ক্যাপশনঃ সউদী আরবের মহাকাশবিদের পাঠানো প্রতিবেদন- আকাশ পরিষ্কার থাকার পরও সউদী আরবের আকাশে টেলিস্কোপেও তিনি চাঁদ দেখতে পাননি।
যদি সউদী আরবে ৫ অক্টোবর ২০১৩ ঈসায়ী তারিখে চাঁদ দেখা যেত তাহলে অবশ্যই সউদী আরবের পশ্চিমে অবস্থিত দেশগুলোতে (আকাশ পরিষ্কার থাকলে) চাঁদ স্পষ্ট দেখা যেত। কিন্তু সউদী আরবের পশ্চিমের দেশ চিলি,ডোমেনিকান রিপাবলিক,মরিশাস,নামিবিয়া,ওমান,দক্ষিন আফ্রিকা,স্পেন, যুক্তরাজ্য,জিম্বাবুয়ে,যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশে ৫ অক্টোবর ২০১৩ ঈসায়ী তারিখে যিলহজ্জ মাসের চাঁদ দেখা যায় নি।
মহাকাশ বিজ্ঞান অনুযায়ী সউদী আরবে ৫ অক্টোবর ২০১৩ ঈসায়ীতে চাঁদের কি
অবস্থা ছিল তা পর্যবেক্ষণ করি
ক্যাপশনঃ ৫ অক্টোবর ২০১৩ ঈসায়ীতে চাঁদ দেখার যে মিথ্যা দাবী
করেছে তা প্রমাণিত হয়েছে। কারণ সেইদিন সউদী আরবে খালি চোখে চাঁদ দেখতে পাওয়ার একটি
শর্তও পূরণ হয়নি।
ক্যাপশনঃ ৫ অক্টোবর ২০১৩ ঈসায়ীতে সউদী আরব আরো ১২টি প্রদেশে চাঁদের অবস্থা বিবেচনা করলে দেখা যায় যে, সেই দিন মক্কা শরীফ সহ অন্যান্য প্রদেশের চাঁদ দেখার যাওয়ার কোনো সম্ভবনা ছিল না।
উপরোক্ত আলোচনা থেকে এটাই প্রমাণিত হয় যে, সউদী আরব গত ৫ অক্টোবর ২০১৩
ঈসায়ী তারিখে চাঁদ দেখতে পাওয়ার যে দাবী করেছে সেটা মোটেও সঠিক নয়। তারা সবসময় চাঁদ না দেখে তাদের রচিত উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী মাস গণনা করে ।
ক্যাপশনঃ সউদী আরবের রচিত উম্মুল কুরা ক্যালেন্ডারে আগে থেকেই ১৪৩৪ হিজরীর যিলহজ্জ মাস ৬ অক্টোবর ২০১৩ ঈসায়ী নির্দিষ্ট করা ছিল।
তাই সউদী সরকারকে চাঁদের তারিখ হের-ফের করে মুসলমানদের পবিত্র হজ্জ নষ্ট করার অপরাধে খালিছ ইস্তেগফার করে বিশ্বের সকল মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন