প্রশ্ন: আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র কি?
উত্তর: আমাদের প্রাণাধিক প্রিয় নবী ও রসুল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ব্যবহৃত সুন্নতী সামগ্রী (খাদ্য, বস্ত্র, ব্যবহৃত সামগ্রী ইত্যাদি) বিক্রয় ও প্রচার কেন্দ্র।
প্রশ্ন: আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্য কি?
উত্তর: মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরয এবং নাযাতের কারণ। তাই বিশ্বের প্রতিটি মুসলমান উনাদের ঘরে ঘরে পবিত্র সুন্নতী সামগ্রী পৌঁছে দেয়ার উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে ‘আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র’।
প্রশ্ন: আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক কে?
উত্তর: বর্তমান পনের হিজরী শতকের যিনি মহান মুজাদ্দিদ খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, মুহ্ইউস সুন্নাহ্, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, আওলাদু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলাহ্ সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাইশী- মুর্শিদ ক্বিবলা, রাজারবাগ শরীফ, ঢাকা উনার মুবারক পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র।
প্রশ্ন: আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রে কি কি পাওয়া যায়?
উত্তর: সুন্নতী খাবার: মধু, কালোজিরা, কালোজিরার তেল, জয়তুন ফল, জয়তুন তেল, সিরকা, তীন ফল, আযওয়া খেজুর, মরিয়ম খেজুর, ফরিদা খেজুর, নাগাল খেজুর, খুরমা, ঘি, খাঁটি তরল দুধ, পনির, মাখন, নাবিয (খেজুরের শরবত), হাইস (খেজুর, ঘি ও পনির মিশ্রিত সুন্নতী খাবার), হারিছা (যব দিয়ে তৈরী সুন্নতী খাবার), সারিদ (গোশত মিশ্রিত সুরুয়া জাতীয় সুন্নতী খাবার), যবের আটা, লাহমুম মুসলাহুন (শুকনা গোশত), গরুর গোশত, খাসীর গোশত, সামুদ্রিক মাছ, সফরজল (নাশপাতি জাতের সুন্নতী ফল), আপেল, আঙ্গুর, নাশপাতি, যমযম কুপের পানি ইত্যাদি। এছাড়াও চাল, ডাল, তেল, চিনি, লবন, আটা, খাঁটি সরিষার তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
সুন্নতী লিবাস (পোশাক-পরিচ্ছদ): টুপি, রুমাল, পাগড়ি, কোর্তা, ইযার (সেলাই বিহীন লুঙ্গি), সেলোয়ার, চামড়ার মোজা, চামড়ার নালাইন (স্যান্ডেল), কেনায়া (টুপির নিচে পড়ার), জুব্বা, শীতের জুব্বা, শীতের চাদর, বিছানার চাদর, বালিশ কভার।
সুন্নতী প্রসাধনী ও টয়লেট্রিজ: আতর (মেশক আম্বার, সালমা, উদ, ইত্যাদি), শামউন নাহল (জয়তুন ও মৌমাছির চাক থেকে প্রস্তুতকৃত ক্রিম ), আদ্দাহিন (পেট্রোলিয়াম জেলি), বডি মিস্ট (ঘামের দুর্ঘন্ধ প্রতিরোধক বডি স্প্রে), ডিসওয়াশ, হ্যান্ডওয়াশ, এলভেরা ফেইসওয়াস, মাউথওয়াস, হ্যান্ডস্যানিটাইজার, বডিওয়াশ, টয়লেট ক্লিনার, উকুন নাশক শ্যাম্পু, শ্যাম্পু(নরমাল), এন্টি ড্যানড্রাফ শ্যাম্পু, হেয়ার কন্ডিশনার, ডিওডরেন্ট, অর্গানিক নারিকেল তেল।
নিজস্ব প্রস্তুতকৃত আচার: খেজুর চাটনী, আমের আচার, জলপাই আচার, রসুনের আচার, স্পেশাল টমেটো সস, চিলি সস, অরেঞ্জ জেলি, সয়া সস, খেজুর চকলেট।
সুন্নতী তৈজসপত্র: কাঠের প্লেট, কাঠের বাটি, কাঠের লবনদানি, কাঠের কারি বোল, কাঠের চামচ, চামড়ার দস্তরখানা, মাটির পানির পাত্র (জগ, কলস), মাটির প্লেট, মাটির মগ, মাটির চায়ের কাপ-পিরিচ, চামড়ার পানির মশক ইত্যাদি।
অন্যান সুন্নতী সামগ্রী: তসবীহ, জায়নামায, মেসওয়াক, আতর ইত্যাদি।
প্রশ্ন: হোম ডেলিভারির ব্যবস্থা আছে কি?
উত্তর: সারাদেশে এবং সারা বিশ্বে কুরিয়ার সার্ভিস, ট্রান্সপোর্ট ও এয়ার কার্গোর মাধ্যমে হোম ডেলিভারী পাঠানো হয়।
প্রশ্ন: অনলাইনে অর্ডার দেয়ার ব্যবস্থা আছে কি?
উত্তর: আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রের স্বতন্ত্র ওয়েসাইট রয়েছে যেখানে পন্যের বিস্তারিত বর্ণনাসহ মূল্য দেয়া রয়েছে। সেখানে অর্ডার ও পেমেন্টের ব্যবস্থা রয়েছে। ওয়েব এড্রেস: sunnat.info
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজ রয়েছে। পেইজের লিংক: facebook.com/ispc12/ এখানে থেকেও অর্ডার নেয়া হয়।
প্রশ্ন: আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রের প্রধান কার্যালয় কোথায়, যোগাযোগ ব্যবস্থা কি?
উত্তর: ঠিকানা: ৫/১, আউটার সার্কুলার রোড, রাজারবাগ, ঢাকা-১২১৭ (পুলিশ লাইন ৩নং গেইটের বিপরীতে, আল মুহমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল ভবন)। যোগাযোগ: 01711-272782, 01717-272773, 01717-369494, 01711076346, 01711991246, অনলাইনে যোগাযোগ: ওয়েব: sunnat.info, facebook massanger: ispc12
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন