শুধু পিস টিভি-পিস স্কুল বন্ধ নয়, বরং সন্ত্রাসবাদ চেতনা বিস্তারকারী ওহাবী-ছালাফীদের সিলেবাস ও প্রকাশনা, ওয়েবসাইটসমূহও নিষিদ্ধ করতে হবে
মুসলিম তরুণ প্রজন্মকে বিভ্রান্তকারী বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের পিস টিভি, পিস স্কুল বন্ধ করার জন্য সচেতন মহল বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছিলো। দেরিতে হলেও সরকার এটি কার্যকর করেছে বলে সরকারকে মুবারকবাদ জানাই।
তবে পিস টিভি, পিস স্কুলের কার্যক্রম বন্ধতেই সব সমস্যার সমাধান নয়। কারণ পিস টিভির মাধ্যমে জাকির নায়েক বা তার অনুসারিদের প্রোগ্রাম বা ব্রেইন ওয়াশ কার্যক্রম বন্ধ হলেও এদেশে পিস পাবলিকেশনের মতো ওহাবী-সালাফী, জামাত-শিবিরের ভ্রান্ত মতাদর্শ প্রচারকারী বহু প্রকাশনা, আত তাহরিকের মতো অনেক মাসিক পত্রিকা, বহু ওয়েবসাইট, বহু মাল্টিমিডিয়া পাবলিকেশন্স বাজারে সয়লাব রয়েছে।
এসব পাবলিকেশন্স-এর বই কিংবা সিডি, ভিডিও, ইন্টারনেটে ওয়েবসাইট, ফেসবুক পেইজ ইত্যাদি প্রচারণা তরুণ প্রজন্মকে সন্ত্রাসবাদের দিকে উস্কে দিচ্ছে। সূতরাং ভ্রান্ত মতবাদ প্রচারকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠান নিষিদ্ধ করার পাশাপাশি এসব প্রচার মাধ্যমগুলোও কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে।
তবে পিস টিভি, পিস স্কুলের কার্যক্রম বন্ধতেই সব সমস্যার সমাধান নয়। কারণ পিস টিভির মাধ্যমে জাকির নায়েক বা তার অনুসারিদের প্রোগ্রাম বা ব্রেইন ওয়াশ কার্যক্রম বন্ধ হলেও এদেশে পিস পাবলিকেশনের মতো ওহাবী-সালাফী, জামাত-শিবিরের ভ্রান্ত মতাদর্শ প্রচারকারী বহু প্রকাশনা, আত তাহরিকের মতো অনেক মাসিক পত্রিকা, বহু ওয়েবসাইট, বহু মাল্টিমিডিয়া পাবলিকেশন্স বাজারে সয়লাব রয়েছে।
এসব পাবলিকেশন্স-এর বই কিংবা সিডি, ভিডিও, ইন্টারনেটে ওয়েবসাইট, ফেসবুক পেইজ ইত্যাদি প্রচারণা তরুণ প্রজন্মকে সন্ত্রাসবাদের দিকে উস্কে দিচ্ছে। সূতরাং ভ্রান্ত মতবাদ প্রচারকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠান নিষিদ্ধ করার পাশাপাশি এসব প্রচার মাধ্যমগুলোও কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন