আলহামদুলিল্লাহ!
মুজাদ্দিদে আ’যম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী উনি ‘নানাজান্তু হওয়ার সুন্নত পালনের অধিষ্ঠানে মহা সম্মানিত।
এসেছেন শাহ নাওয়াসীদ্বয়।
প্রকাশিত হয়েছে অভূতপূর্ব কারামত।
জাহিরী বর্ণনার অবকাশ নেই। বাতিনী বর্ণনা এখানে অনিবার্য। কুল-কায়িনাতের অধীর অপেক্ষা। হযরত শাহযাদী উলা মুদ্দা জিল্লুহুমাল আলীয়া উনার কোল মুবারক জুড়ে এক্ষণি আসবেন জান্নাতী মেহমান।
কিন্তু মুরীদের মন। তারা যে জাহিরের সাথে এখনও সম্পর্কচ্যুত হয়নি। ওদিকে সবাই বড় বড় ডাক্তার। মহিলা ডাক্তার নিজেদের দায়িত্ববোধে পরিপূর্ণ পর্দার সাথে অভিজাত হাসপাতালের ব্যবস্থা করে রেখেছেন সবকিছু। এমনকি অপারেশন থিয়েটার পর্যন্ত রেডি।
কিন্তু মুজাদ্দিদে আ’যম, মুহইস সুন্নাহ, আওলাদে রসূল রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী উনার সুন্নতী অভিরুচি। তিনি চাচ্ছিলেন সুন্নত অনুযায়ী সবকিছু হোক।
অপরদিকে আকুল সব ডাক্তার-মুরীদের মন। জাহিরী দৃষ্টিতে চরম-পরম ক্ষণ। চূড়ান্ত মুহূর্ত। নইলে .....।
কিন্তু তার বিপরীতে মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী উনার মুবারক ইযাজতে চলছে মীলাদ শরীফ। সে এক অপূর্ব মুহূর্ত।
শুধু মীলাদ শরীফ নয়, যেন স্বয়ং রসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন নাস সালাম উনারাসহ হাজির। হাজির হযরত যাহরা আলাইহাস সালাম।
হাজির হযরত হাওয়া আলাইহাস সালাম থেকে হযরত মরিয়ম আলাইহাস সালাম পর্যন্ত সবাই।
তা’যীম-তাকরীমের সাথে অপেক্ষা করছেন সমস্ত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা, সব তরীক্বার ইমাম থেকে সমস্ত ফিক্বাহর ইমাম-মুজতাহিদ তথা আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ উনারা।
ওদিকে মীলাদ শরীফ-এর গভীরতায় যেন স্বয়ং দৃষ্টি দিচ্ছেন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
দৃষ্টি দিচ্ছেন মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী।
শুভাগমনের জন্য শুভদৃষ্টিতে শুভাগমন হলো শাহ নাওয়াসীদ্বয় উনাদের।
একজনের আগমন সকাল ঠিক ৬টা ২ মিনিটে এবং দ্বিতীয়জন ৬টা ১০ মিনিটে।
কিন্তু স্বাভাবিকভাবে নয়; একবারে অস্বাভাবিক সম্মানের সাথে উনারা আগমন করলেন এক মুহূর্তের মধ্য ।
ধীরে ধীরে নয়, প্রচলিত পন্তুায় নয়, প্রচলিতভাবে নয়- সম্পূর্ণ ব্যতিক্রমভাবে। একবারে মুহূর্তের তরে পরিপূর্ণভাবে। তখনও চলছিলো মীলাদ শরীফ-এর মনোমুগ্ধকর অভূতপূর্ব শ্রুতিমালা। এরই মাঝে শাহ নাওয়াসীদ্বয় উনারা বেহেশতী পবিত্রতায় সসম্মানে কোল মুবারকে উঠলেন মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী উনার।
মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-
ঠিক সেই খুশি
ঠিক সেই আবেগ
ঠিক সেই মুহব্বত
ঠিক সেই সম্মান
ঠিক সেই আদর
নিয়ে উনাদেরকে কোলে জড়িয়ে নিলেন;
যেমনটি নিয়েছিলেন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- রাহনুমায়ে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম ও হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম।
নিজে উঠে আযান দিলেন। মুবারক আঙুলে মধু খেয়ে অবশিষ্ট মধু উনাদের চুষতে দিলেন। উনারা মাদারজাত ওলী। যেন এক লহমার চোষাতেই হাছিল করে নিলেন মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী উনার হাদিয়া করা সব ইলমে মারিফাত, ইলমে ত্বরীকত, ইলমে ফিক্বাহ, ইলমে হাক্বীক্বত।
এদিকে সারিবদ্ধভাবে ফেরেশতাগণ উনারা বলছেন, আহলান সাহলান। কুল-কায়িনাত নতুন রহমতের আভায় সজীব হয়ে খুশি প্রকাশ করছেন। মুরীদ-মুতাকিদগণ খুশির যত ভাষা আছে তা ক্বাছীদা শরীফ-এর মাধ্যমে প্রকাশ করছে। সম্মানের যত বিশেষণ আছে তা যুক্ত করছে। শ্রদ্ধার যত উঁচু আসন আছে তা পেতে দিচ্ছে।
তবে আমভাবে সবাই বলছেন, প্রকাশ করছেন যে, শাহ নাওয়াসীদ্বয় উনাদের আগমনে আজ আমরা ভীষণ খুশি।
কিন্তু এ যে আপ্ত কথা। এ তো খুশির শুরু। উনারা সেই মহান সম্মানিতা; যাঁরা ধারণ করবেন মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী উনার বাতিনী নিয়ামত।
উনাদের উসীলায় যমীনে উনাদের বিলাদত শরীফ থেকে ক্বিয়ামত পর্যন্ত যমীনে আলাদাভাবে বর্ষিত হবে আরো রহমত, আরো বরকত।
উনারা মুজাদ্দিদে আ’যম মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী উনার রহমত-বরকত ধারণ করতে আলাদা যোগ্যতা নিয়ে পৃথিবীতে এসেছেন।
উনাদের উসীলায় যমীনবাসী পাবে আরো রহমত বরকত। এটা যেন ধরণীর বুকে মি’রাজ শরীফ-এর ন্যায় আলাদা রহমত।
এ আগমন হাজার হাজার বৎসর ধরে ‘বুধবার’-এর ক্রন্দনের প্রশমন।
ইতিহাসের ইতিহাসে আজ বুধবার ধন্য হলো।
তার কান্না থামলো। শাহ নাওয়াসীদ্বয় উনাদের শুভ আগমন হলো।
খোশ আমদেদ!
খোশ আমদেদ!!
খোশ আমদেদ!!!
হে শাহ নাওয়াসীদ্বয়!
হে অব্যক্ত সম্মানিতা মেহমানদ্বয়!
আমাদের শুধু হৃদয় নয়;
বরং প্রতিটি লোমকূপ,
প্রতিটি রক্তকণা,
অসি'-মজ্জা থেকে গ্রহণ করুন,
আমাদের শ্রদ্ধা,
ভালবাসা,
সম্মান,
নিবেদনের
শেষ নিংড়ানো আর্তি।
(আমীন, ছুম্মা আমীন)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন