নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, উলামায়ে ‘ছূ’রা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম। যে সকল মাওলানারা প্রকাশ্যে বেপর্দা হয়, ছবি তোলে, ভিডিও করে, টিভি চ্যানেলে প্রোগ্রাম করে, খেলাধুলা করে ও দেখে, ইসলামের নামে গণতন্ত্র তথা ভোট, নির্বাচন করে এবং এগুলো জায়িয বলে ফতওয়া দেয় অর্থাৎ যারা দ্বীনের বিনিময়ে দুনিয়া গ্রহণ করে তারাই উলামায়ে ‘ছূ’ বা ধর্মব্যবসায়ী। এদের থেকে দূরে থাকা মুসলমানদের জন্য ফরয কেননা এদের কারণেই মুসলমান ঈমান আমল নষ্ট করে গোমরাহীতে নিমজ্জিত হয়। তাই উলামায়ে ছূ’ বা ধর্মব্যবসায়ী মাওলানাদের চিহ্নিত ও প্রতিহত করা সকল মুসলমানদের জন্যই ফরয-ওয়াজিব। যামানার খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “নিশ্চয়ই কেবল মাত্র আলিমগণই আল্লাহ পাক উনাকে ভয় করে থাকেন।...
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে