মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, কাফিররা চক্রান্ত করে আর মহান আল্লাহ পাক তিনি হিকমত করেন, তিনি উত্তম হিকমতওয়ালা। মুসলমান ও ইসলামকে মিটিয়ে দেয়ার ষড়যন্ত্র করে ব্রিটেন ও রাশিয়া সুপার ফকির হয়েছে। একইভাবে মুসলমানদের উপর নির্বিচারে নিপীড়ন ও আক্রমণের কারণে আমেরিকাও এখন একের পর এক খোদায়ী গযবে পড়ে সুপার ফকির হয়েছে। এখনো যদি আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, ইসরাইল, ইনডিয়া এরা মুসলমানদের প্রতি আগ্রাসী তৎপরতা বন্ধ না করে তবে তারা বর্তমানে যে ভিক্ষা করে খাচ্ছে তাও পাবে না। অতএব, সাবধান! যারা মুসলমানদের উপর এরূপ জুলুম করবে তাদের সবারই একই পরিণতি হবে। অর্থাৎ ধ্বংস অনিবার্য। অতএব, এখনো সময় আছে তওবা করে ফিরে আসা।
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, মুসলমান ও ইসলামকে মিটিয়ে দেয়ার ষড়যন্ত্র করে ব্রিটেন ও রাশিয়া সুপার ফকির হয়েছে। একইভাবে মুসলমানদের উপর নির্বিচারে নিপীড়ন ও আক্রমণের কারণে আমেরিকাও এখন একের পর এক খোদায়ী গযবে পড়ছে। আরো পড়বে। সাথে সাথে আমেরিকাও সুপার ফকির হয়েছে। এখনও যদি আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, ইসরাইল, ইনডিয়া এরা মুসলমানদের প্রতি আগ্রাসী তৎপরতা বন্ধ না করে তবে তারা বর্তমানে যে ভিক্ষা করে খাচ্ছে তাও পাবে না। অতএব, সাবধান! যারা মুসলমানদের উপর এরূপ জুলুম করবে তাদের সবারই একই পরিণতি হবে। সাম্প্রতিককালে আমেরিকায় আঘাত হানা একের পর এক ঘূর্ণিঝড়, দাবানল, ভূমিকম্প, বন্যা ইত্যাদি গযবের প্রতিক্রিয়ায় গতকাল রাজারবাগ শরীফে তিনি এসব কথা বলেন। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, কুরআন শরীফ-এ ইরশাদ হয়েছে, “যখন হযরত ইবরাহীম আলাইহিস সালাম তিনি বললেন, তিনি আমার প্রতিপালক- যিনি জীবন দেন ও মৃত্যু ঘটান। সে বললো, আমিও তো জীবন দেই ও মৃত্যু ঘটাই। হযরত ইবরাহীম আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ পাক তিনি সূর্যকে পূর্ব দিক হতে উদয় করেন। তুমি পশ্চিম দিক হতে উদয় করাও তো? অতঃপর যে সত্য প্রত্যাখান করেছিলো অর্থাৎ নমরূদ সে হতবুদ্ধি হয়ে পড়লো।” (সূরা বাক্বারা : আয়াত শরীফ ২৫৮) সমূহ তাফসীরে বর্ণিত রয়েছে, এই নাফরমান ব্যক্তিই হলো- খোদাদ্রোহী, খোদা দাবিকারী নমরূদ। ১৭শ’ বছর সারা পৃথিবী রাজত্বকারী, খোদা দাবিকারী নমরূদকে শেষ করে দিতে মহান আল্লাহ পাক উনার একটা আদনা কানা-খোঁড়া মশাও ব্যয় হয়নি। (সুবহানাল্লাহ) মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, সাম্রাজ্যবাদী হানাদার মার্কিন যুক্তরাষ্ট্র তথা প্রেসিডেন্ট জঙ্গি ওবামার ঔদ্ধত্য যেনো নমরূদের কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে। আজ একে হুমকি, কাল ওকে ধমকি, আজ এ মুসলিম দেশ দখল, কাল ওই মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এখন তার নিত্যনৈমিক্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইরাক দখল, আফগানিস্তান ধ্বংসের পর মক্কা শরীফ-এ বোমা হামলার ঘোষণাও তারা দিয়েছে। এখন ইয়ামানকেও তারা হুমকি দিচ্ছে। দেখা যাচ্ছে তারা সমস্ত মুসলিম বিশ্বকে করায়ত্ত করার হিংস্র আস্ফালনে উন্মত্ত হয়েছে। কিন' মুসলমানরা যে আল্লাহ পাক উনাকে মানেন, সে আল্লাহ পাক তিনি যে নিমিষে তাদের সব মিথ্যা গর্ব আর হুমকি কিভাবে ধূলায় ধূসরিত করে দিতে পারেন বর্তমান গযবসমূহ তার সামান্য উদাহরণ মাত্র। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে অতি ধনী দেশ, একমাত্র সুপার পাওয়ার, সামরিক ও অর্থনৈতিক উভয় দিক দিয়েই তা- এতদিন যাবত তারা প্রচার করে আসছে। প্রকৃতপক্ষে তারা পৃথিবীর সবচাইতে গরিব ও ফকির দেশ। সম্প্রতি প্রকাশ পেয়েছে আমেরিকার ঋণ হচ্ছে ২০০ ট্রিলিয়ন ডলারের বেশি যা আমেরিকাকে বিক্রি করলেও হবে না। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, কোন মুসলিম দেশই আমেরিকা বিন্দুমাত্র ক্ষতি করতে পারতো না যদি মুসলমানরা কুরআন শরীফ-সুন্নাহ শরীফ-এর উপর থাকতো। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, তারপরেও মুসলমানদের প্রতি আল্লাহ পাক উনার অনেক রহমত এবং উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনেক ইহসান যে তারা এখনও টিকে আছে। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, মুসলমানদের প্রতি আক্রমণের, নির্যাতনের, নিপীড়নের গযবে আমেরিকা এখন ধ্বংসস্থপে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তারা যদি এখনো তওবা না করে, মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না করে তবে অচিরেই তারা পরিপূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে বিলীন হয়ে যাবে আদ ও সামুদ সম্প্রদায়ের মতো। কারণ মহান আল্লাহ পাক উনার ধরা খুবই শক্ত। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, বর্তমান বিশ্বের সব ইসলামবিদ্বেষী দেশগুলোরই উচিত একথা মনে রাখা যে, যারাই মুসলমানদের উপর আক্রমণ করবে, অত্যাচার করবে, ক্ষতি করবে তারাই খোদায়ী আযাব-গযবে পর্যুদস্ত হয়ে নিশ্চিহ্ন ও বিলীন হয়ে যাবে। ইনশাআল্লাহ! অতএব, সমস্ত ইহুদী, মুশরিক, নাছারা তথা সমস্ত বিধর্মীদের সতর্ক করে দেয়া হচ্ছে- তারা যেনো মুসলমানগণের প্রতি সদ্বব্যবহার ও সদাচরণ করে। কোনো অবস্থাতেই যেনো ব্যতিক্রম না করে। অন্যথায় তাদের ধ্বংস অনিবার্য। ইনশাআল্লাহ! পৃথিবীর কোনো শক্তি নেই এবং পৃথিবীর কারো কোন ক্ষমতাও নেই যে, তাদেরকে সে ধ্বংস থেকে বাঁচাতে পারবে।
সূত্র: দৈনিক আল ইহসান ২৭/১১/২০১০ ইং
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, মুসলমান ও ইসলামকে মিটিয়ে দেয়ার ষড়যন্ত্র করে ব্রিটেন ও রাশিয়া সুপার ফকির হয়েছে। একইভাবে মুসলমানদের উপর নির্বিচারে নিপীড়ন ও আক্রমণের কারণে আমেরিকাও এখন একের পর এক খোদায়ী গযবে পড়ছে। আরো পড়বে। সাথে সাথে আমেরিকাও সুপার ফকির হয়েছে। এখনও যদি আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, ইসরাইল, ইনডিয়া এরা মুসলমানদের প্রতি আগ্রাসী তৎপরতা বন্ধ না করে তবে তারা বর্তমানে যে ভিক্ষা করে খাচ্ছে তাও পাবে না। অতএব, সাবধান! যারা মুসলমানদের উপর এরূপ জুলুম করবে তাদের সবারই একই পরিণতি হবে। সাম্প্রতিককালে আমেরিকায় আঘাত হানা একের পর এক ঘূর্ণিঝড়, দাবানল, ভূমিকম্প, বন্যা ইত্যাদি গযবের প্রতিক্রিয়ায় গতকাল রাজারবাগ শরীফে তিনি এসব কথা বলেন। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, কুরআন শরীফ-এ ইরশাদ হয়েছে, “যখন হযরত ইবরাহীম আলাইহিস সালাম তিনি বললেন, তিনি আমার প্রতিপালক- যিনি জীবন দেন ও মৃত্যু ঘটান। সে বললো, আমিও তো জীবন দেই ও মৃত্যু ঘটাই। হযরত ইবরাহীম আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ পাক তিনি সূর্যকে পূর্ব দিক হতে উদয় করেন। তুমি পশ্চিম দিক হতে উদয় করাও তো? অতঃপর যে সত্য প্রত্যাখান করেছিলো অর্থাৎ নমরূদ সে হতবুদ্ধি হয়ে পড়লো।” (সূরা বাক্বারা : আয়াত শরীফ ২৫৮) সমূহ তাফসীরে বর্ণিত রয়েছে, এই নাফরমান ব্যক্তিই হলো- খোদাদ্রোহী, খোদা দাবিকারী নমরূদ। ১৭শ’ বছর সারা পৃথিবী রাজত্বকারী, খোদা দাবিকারী নমরূদকে শেষ করে দিতে মহান আল্লাহ পাক উনার একটা আদনা কানা-খোঁড়া মশাও ব্যয় হয়নি। (সুবহানাল্লাহ) মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, সাম্রাজ্যবাদী হানাদার মার্কিন যুক্তরাষ্ট্র তথা প্রেসিডেন্ট জঙ্গি ওবামার ঔদ্ধত্য যেনো নমরূদের কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে। আজ একে হুমকি, কাল ওকে ধমকি, আজ এ মুসলিম দেশ দখল, কাল ওই মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এখন তার নিত্যনৈমিক্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইরাক দখল, আফগানিস্তান ধ্বংসের পর মক্কা শরীফ-এ বোমা হামলার ঘোষণাও তারা দিয়েছে। এখন ইয়ামানকেও তারা হুমকি দিচ্ছে। দেখা যাচ্ছে তারা সমস্ত মুসলিম বিশ্বকে করায়ত্ত করার হিংস্র আস্ফালনে উন্মত্ত হয়েছে। কিন' মুসলমানরা যে আল্লাহ পাক উনাকে মানেন, সে আল্লাহ পাক তিনি যে নিমিষে তাদের সব মিথ্যা গর্ব আর হুমকি কিভাবে ধূলায় ধূসরিত করে দিতে পারেন বর্তমান গযবসমূহ তার সামান্য উদাহরণ মাত্র। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে অতি ধনী দেশ, একমাত্র সুপার পাওয়ার, সামরিক ও অর্থনৈতিক উভয় দিক দিয়েই তা- এতদিন যাবত তারা প্রচার করে আসছে। প্রকৃতপক্ষে তারা পৃথিবীর সবচাইতে গরিব ও ফকির দেশ। সম্প্রতি প্রকাশ পেয়েছে আমেরিকার ঋণ হচ্ছে ২০০ ট্রিলিয়ন ডলারের বেশি যা আমেরিকাকে বিক্রি করলেও হবে না। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, কোন মুসলিম দেশই আমেরিকা বিন্দুমাত্র ক্ষতি করতে পারতো না যদি মুসলমানরা কুরআন শরীফ-সুন্নাহ শরীফ-এর উপর থাকতো। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, তারপরেও মুসলমানদের প্রতি আল্লাহ পাক উনার অনেক রহমত এবং উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনেক ইহসান যে তারা এখনও টিকে আছে। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, মুসলমানদের প্রতি আক্রমণের, নির্যাতনের, নিপীড়নের গযবে আমেরিকা এখন ধ্বংসস্থপে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তারা যদি এখনো তওবা না করে, মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না করে তবে অচিরেই তারা পরিপূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে বিলীন হয়ে যাবে আদ ও সামুদ সম্প্রদায়ের মতো। কারণ মহান আল্লাহ পাক উনার ধরা খুবই শক্ত। মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, বর্তমান বিশ্বের সব ইসলামবিদ্বেষী দেশগুলোরই উচিত একথা মনে রাখা যে, যারাই মুসলমানদের উপর আক্রমণ করবে, অত্যাচার করবে, ক্ষতি করবে তারাই খোদায়ী আযাব-গযবে পর্যুদস্ত হয়ে নিশ্চিহ্ন ও বিলীন হয়ে যাবে। ইনশাআল্লাহ! অতএব, সমস্ত ইহুদী, মুশরিক, নাছারা তথা সমস্ত বিধর্মীদের সতর্ক করে দেয়া হচ্ছে- তারা যেনো মুসলমানগণের প্রতি সদ্বব্যবহার ও সদাচরণ করে। কোনো অবস্থাতেই যেনো ব্যতিক্রম না করে। অন্যথায় তাদের ধ্বংস অনিবার্য। ইনশাআল্লাহ! পৃথিবীর কোনো শক্তি নেই এবং পৃথিবীর কারো কোন ক্ষমতাও নেই যে, তাদেরকে সে ধ্বংস থেকে বাঁচাতে পারবে।
সূত্র: দৈনিক আল ইহসান ২৭/১১/২০১০ ইং
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন