সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মইত্যা রাজাকারের ৩৬টি জঙ্গি সংগঠনের সাথে প্রত্যক্ষ সম্পৃক্ততার খবর

প্রসঙ্গত নভেম্বর ২০০৫ সালে জামাতের জঙ্গি কানেকশন সম্পর্কিত যে নিবন্ধ মাসিক আল বাইয়্যিনাতে প্রকাশিত হয়েছিল তা এখানে হুবহু উল্লেখ করা হল।


দিন দিন উদঘাটিত হচ্ছে জঙ্গি জামাত কানেকশন। যে কোন নরহত্যার গুনাহ যদি কাবিলের আমলনামায় লেখা হয় তবে আজকের জঙ্গি হামলার দায়- হাত পায়ের রগকাটা দল জামাত শিবিরের উপরই বর্তায়।

‘মুনাফিক’ আর ‘উলামায়ে ‘ছু’ তথা ‘ধর্মব্যবসায়ী’ দু’টোর মধ্যে রয়েছে গভীর সম্পৃক্ততা। তবে সব মুনাফিক উলামায়ে ‘ছূ’ নাও হতে পারে। কিন' সব উলামায়ে ‘ছু’ তথা ধর্মব্যবসায়ী অবশ্যই অবশ্যই মুনাফিক। মুনাফিকের চিহ্ন হিসেবে হাদীছ শরীফে তিনটি আলামত উল্লেখ করা হয়েছে (১) যখন কথা বলে মিথ্যা বলে (২) আমানতের খিয়ানত করে (৩) ঝগড়া করলে অশ্লীল গালিগালাজ করে।

মুনাফিকদের উপরোক্ত শর্তগুলোর মাঝে প্রথম শর্তেই আবদ্ধ হয়ে যায় বাংলাদেশের সব ধর্মব্যবসায়ী দল। পেপার-পত্রিকায় বোমা হামলা ইসলাম সম্মত নয় বলে বিবৃতি দিলেও তার বিপরীতে দেখা গিয়েছে শাইখুল হাদীছ ছাহেবই বোমাবাজকে ছাড়িয়ে দেবার জন্য তদবীর করেছেন।

বান্দরবানে গ্রেফতার কৃত জঙ্গি আবদুল মালিক বান্দরবানের মেম্বারপাড়ায় একটি মহিলা মাদরাসায় শিক্ষকতা করতেন। তিনি জেলা পরিষদ রেস্ট হাউস মসজিদে ইমামতি করতেন। তিনি চরমোনাই পীরের দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। আর জঙ্গি সংগঠন আল মুনতাদার আল ইসলামী বাংলাদেশের বান্দরবান প্রতিনিধি। (সমকাল ২১ সেপ্টেম্বর/০৫)

এদিকে মুফতে আমিনী তথা কমিনীর জঙ্গি সংশ্লিষ্টতা এতই বেশি যে, তিনি যখন এমপির পর মন্ত্রী পদ দখলের মত রীতিমত নাটক নভোলাচিত আন্দোলন-ফান্দোলন তথা অভিমান গোস্‌সা করেন তখন খোদ প্রধানমন্ত্রী (বর্তমান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া) তার গোস্‌সা ভাঙ্গান এই বলে যে- দেখেন, আমি তো আপনাকে মন্ত্রিত্ব দিতে চাই ঠিকই কিন' কি করব বলুন? ওই মার্কিনীদের কালো খাতায় জঙ্গিদের জ্বলজ্বল তালিকায় আপনার নাম ঝলমল করছে। অগত্যা কমিনীকে লেজ গুটাতে হয়।

ইসলামের নামধারী জামাতটি অবশ্য কমিনীর মত অতটা শিশুসুলভ চপলতায় বিশ্বাসী নয়। তারা গভীর পানির মাছ বটে। সাপও মরবে লাঠিও ভাঙ্গবেনা এ নীতিতে তারা সিদ্ধহস্ত। গিরগিটির ন্যায় ঘন ঘন রং পাল্টানো যে এদের অভ্যাস শুধু তাই নয়।

বরং এদের ক্যাডার বাহিনীর প্রাচুর্যতায় এরা একই সময়ে বহুরূপে অবস্থান করে হরকাতুল জিহাদ, জেএমবি, আহলে হাদীছ, ইত্যাদি এসব সংগঠনের নামে জঙ্গিপনা হালে মানুষ দেখছে। কিন' এদের শুরুটা হল কিভাবে? গুরুটা তাহলে কে?

পৃথিবীর কোথাও কোন হত্যাকাণ্ড হলে প্রথম তার গুনাহ কাবিলের আমলনামায় লিখা হয়। কারণ নর হত্যা প্রথমে সেই করেছে।

সে প্রেক্ষিতে ইসলামের নামে এসব সন্ত্রাসী তৎপরতা তথা জঙ্গিপনা প্রথম কারা করলো? পায়ের রগ কাটা বাহিনীই যে আজকের হরকাতুল জেহাদ, জেএমবি তথা আহলে হাদীছ আন্দোলনের শীর্ষ জঙ্গি তথা বোমাবাজে পরিণত হয়েছে তা পাগল আর শিশু ছাড়া সবাই বোঝে। এবং লোকচক্ষুর অন্তরালে একজন সাবেক আমীরই যে এ মিশনটি নিয়ে কাজ করছেন তাও অনুসন্ধানী মহল অবগত আছেন।

প্রধানমন্ত্রীর (বর্তমান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া) একটি বিখ্যাত উক্তি হলো “পাগল ও শিশু ছাড়া কেউই নিরপেক্ষ নয়।” প্রতিভাত হয় এহেন নিরপেক্ষহীনতার কারণেই বর্তমান (তৎকালীন) প্রশাসন ইসলামের নামধারী ওই জামাতের জঙ্গিদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেনা (নেয়নি)। যদিও পত্র-পত্রিকার পাতায় ইসলামের নামধারী এ জামাতের জঙ্গি কানেকশন দিন দিন উন্মোচিত হয়েছে। অথচ লাজ, শরমের মাথা খেয়ে ইসলামের নামধারী জামাতটির আমীর, মুফাসসির বলে যাচ্ছে যে বোমা হামলার সাথে জামাত জড়িত নয়। অথচ ধৃত জঙ্গিদের প্রায় ৫০ ভাগই জামাতের সাথে তাদের সংশ্লিষ্টতা স্বীকার করেছে।

সঙ্গত কারণেই এ সংশ্লিষ্ট প্রতিবেদন, মন্তব্য এমনকি সম্পাদকীয় নিবন্ধ নিয়মিত পত্রস্থ হচ্ছে। যার কিছু এখানে তুলে ধরা হলো-

মূল নেতা বাদ কেন?

সরকার ঘটনার পরপরই কিছু লোককে গ্রেফতার করেছিল। তাদের অধিকাংশকেই ছেড়ে দেয়া হয়েছে। অনেক পত্র-পত্রিকার রিপোর্ট বলেছে, যাদের ছেড়ে দেয়া হয়েছে তাদের ভিতরও কয়েকজন দোষী ছিল। কিন' সরকারের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর চাপে তাদের ছেড়ে দিতে হয়েছে। এ রিপোর্ট যদি ঠিক হয়, তাহলে বলা যায়, সরকার এখানে ৫২৭টি বোমা বিস্ফোরণের মতো ভয়াবহ ঘটনা থেকে জামায়াতকে রক্ষা করার কাজটি বড় মনে করেছে। এখানে তাদের কাছে দেশের নিরাপত্তার থেকে জামায়াতের সঙ্গে তাদের সখ্য বড় হয়ে উঠেছে। (দৈনিক জনকণ্ঠ সম্পাদকীয়, ৩০ আগস্ট-২০০৫)

শ্রমিক ফেডারেশনের কাউন্সিলে নেতৃবন্দ ॥ বোমা হামলার সাথে জামায়াত কোন না কোনভাবে জড়িত

স্টাফ রিপোর্টার: জাতীয় শ্রমিক ফেডারেশনের কাউন্সিলে নেতৃবৃন্দ বলেছেন, দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িতদের ধরে বিচার না করলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। বোমা হামলাকারীরা যতই শক্তিশালী হোক তাদের বিচার করতে হবে। বক্তারা বলেন, বোমা হামলার সঙ্গে জড়িত যারাই ধরা পড়েছে তারা সবাই জামায়াতে ইসলামীর সাথে কোন না কোনভাবে জড়িত। (ইনকিলাব, ২৪ সেপ্টেম্বর/০৫)

জেএমবির সঙ্গে জামায়াতের সম্পর্ক ক্রমশ স্পষ্ট হচ্ছে ॥ সারাদেশে জঙ্গি নেটওয়ার্ক

জেএমবির জঙ্গিদের সঙ্গে জামায়াতের সম্পর্ক ক্রমশ স্পষ্ট হচ্ছে। জোট সরকারের অন্যতম শরিক জামায়াত-শিবিরের অদৃশ্য সম্পৃক্ততায় মৌলবাদী সংগঠন জেএমবি সারাদেশে গড়ে তুলেছে জঙ্গিনেটওয়ার্ক। জামায়াত নেতারা জঙ্গি কানেকশন অস্বীকার করলেও মাঠ পর্যায়ে জামায়াতের কাঁধে ভর করে জঙ্গীরা বিচরণ করছে এবং শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার তথ্য প্রমাণ রয়েছে। দেশব্যাপী জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলার ভিত্তি হিসেবে কাজ করছে স্থানীয় জামায়াত-শিবির নেতারা। অতিসম্প্রতি (৭ সেপ্টেম্বর) ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর-এর রিপোর্টার ডেভিড মনটিরো তার বাংলাদেশে যেভাবে জঙ্গিদের উত্থান শীর্ষক প্রতিবেদনে বলেছেন, বিএনপির সঙ্গে জামায়াত ও ইসলামী ঐক্যজোট জোটবদ্ধ হয়ে সরকার গঠনের পর ইসলামী রাজনীতি বিকাশের ক্ষেত্র তৈরি হয়েছে। এই সুযোগে বেড়ে উঠেছে জঙ্গিরা। প্রতিবেদনে পুলিশ রিপোর্টের বরাত দিয়ে বলা হয়েছে, গত দু’বছরে যে সব সশস্ত্র জঙ্গি ধরা পড়েছে তাদের অধিকাংশই স্থানীয় পর্যায়ে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, অন্যথায় জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মী।

জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) কথিত আধ্যাত্মিক নেতা শায়খ আব্দুর রহমানের পিতা আবুল ফজল ’৭১-এর মুক্তিযুদ্ধকালীন জামালপুরে কুখ্যাত আলবদর বাহিনীর প্রধান ছিল। আব্দুর রহমান ছাত্রজীবনে শিবিরের কেন্দ্রীয় কমিটির নেতা ছিল। আব্দুর রহমানের ছোট ভাই আতাউর রহমান মাদ্রাসা ছেড়ে যাওয়ার পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতা ছিল।

জেএমবি’র অপারেশন কমান্ডার মৌলবাদী জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে কথিত বাংলা ভাই বগুড়া সরকারি আযিযুল হক কলেজে অধ্যয়নকালে শিবিরের রগকাটা বাহিনীতে সক্রিয় ছিল। আব্দুর রহমানের অনুপসি'তিতে জেএমবির নেতৃত্বদানকারী নুরুল হুদা আবেদন আব্দুর রহমানের ভগ্নিপতি এবং জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা জামায়াতের নেতা। একই সঙ্গে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী এমপির নেতৃত্বাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক। মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মুদাররেছীন সরকারি ছত্রছায়ায় ধর্মের নামে জঙ্গিবাদের উত্থানের বিরোধিতার কারণে এই সংগঠন ভেঙে সাঈদীর নেতৃত্বে জামায়াত পন'ীর গঠন করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ। মৌলবাদী জঙ্গি নেতা কথিত বাংলা ভাই রাজশাহীর বাগমারায় গিয়ে জনৈক রফিকের বাড়িতে আশ্রয় নেয়। একসঙ্গে শিবিরের রাজনীতি করার সূত্র ধরে রফিকের সঙ্গে তার পরিচয় ঘটেছিল। কথিত বাংলা ভাই ভবানীগঞ্জের যে ক্লিনিকের দোতলায় কিছুদিন অবস্থান করেছিল সেই ক্লিনিকের মালিক ড. বারী রাজশাহী মেডিকেলে পড়ার সময় শিবিরের বড় নেতা ছিল। গত বছর ড. বারী এই প্রতিবদেককে তার ক্লিনিকে বসে স্বীকার করেছে- সে এক সময়ে শিবির করতো। নওগাঁ জেলার জেএমবি ক্যাডারদের মধ্যে আবুল হোসেন শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অধ্যাপক লুৎফর রহমান জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া নজরুল মৌলভী জামায়াত ও সীমার শিবিরের রাজনীতি করে। (দৈনিক জনকণ্ঠ, ১১ সেপ্টেম্বর-২০০৫, ১২ পৃষ্ঠা)

জঙ্গিদের জামায়াত কানেকশন

থমকে গেছে অভিযান

১৭ আগস্ট চট্টগ্রাম সিরিজ বোমা হামলার অন্যতম হোতা হিসেবে গ্রেফতারকৃত পাঁচ জেএমবি ও আহলে হাদীস নেতাকে দু’দফায় ১৪ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদকালে জামায়াত কানেকশনের বিষয়টি ধরা পড়ে। এরপর আদালতে ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও দু’জঙ্গিস্বীকার করে, তারা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সঙ্গে জড়িত ছিল।

চট্টগ্রামে গ্রেফতার ৫ জেএমবি নেতা জামায়াতি রাজনীতিতে জড়িত ছিল

ইসলামী ব্যাংকের মাধ্যমে ১ লাখ

৬০ হাজার টাকা লেনদেন

গত ১৭ আগস্ট বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে চট্টগ্রামে গ্রেফতারকৃত পাঁচ জঙ্গি স্বীকার করেছে, তারা একসময় জামায়াতে ইসলামী কিংবা ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বোমা হামলার জন্য ব্যয়ের ১ লাখ ৬০ হাজার টাকা লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। আর চট্টগ্রাম অঞ্চলে বোমা হামলা নেপথ্যে ছিল কক্সবাজারের মোহাম্মদ।

তারা আরো বলেছে, বোমা হামলার প্রায় এক সপ্তাহে আগে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) প্রধান কথিত শায়খ আব্দুর রহমানের ভাই ও এ সংগঠনের সামরিক শাখার প্রধান আতাউর রহমান চট্টগ্রাম আসে।

সে চট্টগ্রাম দু’রাত ছিল এবং পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে জেএমবি প্রধানদের সঙ্গে বৈঠক করে নগরীর খুলশী থানা এলাকার ঝাউতলা আহলে হাদীস মসজিদে।

পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ওই বৈঠকে বৃহত্তর চট্টগ্রামে বোমা হামলার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। (দৈনিক প্রথম আলো, ২১শে সেপ্টেম্বর-২০০৫)

জেএমবি’র জামায়াত কানেকশনের চাঞ্চল্যকর তথ্য

জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’-এর (জেএমবি) জামায়াত ও মধ্যপ্রাচ্য কানেকশন সম্পর্কে পুলিশ ও গোয়েন্দারা চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। রাজশাহীর তানোরের জামায়াত নেতার বাড়ি এবং নাটোরের আস্তানা থেকে উদ্ধারকৃত জেএমবি’র নথিপত্র ও গ্রেফতারকৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদে জেএমবি’র জামায়াত ও মধ্যপ্রাচ্য কানেকশনে পুলিশ ও গোয়েন্দারা বিস্ময়ে হতবাক।

তাঁরা অনুমান করছেন, জেএমবি সারা দেশে অসংখ্য বোমার কারখানা তৈরি করেছে। ওইসব কারখানায় মজুদ রয়েছে হাজার হাজার বোমা, বোমা তৈরির বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জাম।

এদিকে রাজশাহী অঞ্চলে পুলিশের জঙ্গি পাকড়াও অভিযান আকস্মিক থেমে গেছে। বৃহস্পতি ও শুক্রবার রাতে যথাক্রমে তানোর এবং নাটোরের অভিযানের পর শনিবার এ অঞ্চলে কোন অভিযান হয়নি। গ্রেফতারকৃত জঙ্গীদের জামায়াত শিবির কানেকশন এর অন্যতম কারণ বলে জানা যায়। এসব তথ্য নির্ভরযোগ্য সূত্রের।

সূত্র জানায়, এ পর্যন্ত সারাদেশে ‘জামা’আতুল মুজাহিদীনের যেসব জঙ্গিমুজাহিদ ধরা পড়েছে তাদের প্রায় সকলেই পারিবারিক বা ব্যক্তিগতভাবে জামায়াত শিবিরের সঙ্গে জড়িত অথবা সাবেক নেতাকর্মী। (দৈনিক জনকণ্ঠ, ১৯ সেপ্টেম্বর-২০০৫)

জামায়াত শিবিরের নামে

জঙ্গিরা বেরিয়ে যাচ্ছে

জামায়াত শিবিরের নামে জঙ্গিরা বেরিয়ে যাচ্ছে। জঙ্গি অথবা ধরা পড়ার পর জামায়াত শিবিরের কথা বললেই সব জঙ্গির অপরাধ মাফ হয়ে যাচ্ছে? সংসদ ভবনে ধরা পড়া জঙ্গি সন্দেহে দু’জন শিবির কর্মী পরিচয় দেবার পর তাদের ৫৪ ধারায় আদালতে চালান এবং মুক্তির ব্যবস্থা থেকে প্রশ্নটি উঠেছে। সারাদেশ থেকেও পাওয়া যাচ্ছে একই ধরনের অভিযোগ। বৃহস্পতিবার রাজশাহীর তানোরের গ্রামে আত্মগোপনকারী জঙ্গি ক্যাডারদেরও সেখানকার জামায়াত নেতার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শহীদুল্লাহ, তার বাবাসহ পরিবারের সকল সদস্য জামায়াতের সঙ্গে জড়িত। (দৈনিক জনকণ্ঠ, ১৭ সেপ্টেম্বর-২০০৫)

জামায়াত নেতার বাড়ি থেকে অস্ত্র বই

সরঞ্জাম উদ্ধার ॥ ২ জঙ্গিগ্রেফতার

রাজশাহীর গ্রামে জোট সরকারের শরিক জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ২ জঙ্গিকে। তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের দুর্গম পল্লী পাকচাদপুর গ্রামের ওই বাড়ির মালিক হচ্ছেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক (অর্থ) স্থানীয় দাখিল মাদ্রাসার শিক্ষক ওবায়দুল্লাহ। আটক ২ জন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সন্ন্যাসীপুর কয়লারদিয়ার এলাকার আজমল হক গুগোড়ের পুত্র তুফান ওরফে আবুল কাশেম ওরফে আবুল হাশেম (২৭) ও রাজশাহীর তানোর উপজেলার পাকচাঁদপুর গ্রামের মেসেরউল্লাহ ওরফে মাওলানা নাসিরউদ্দিনের পুত্র শহীদুল্লাহ ওরফে ফারুক (২৪)। ফারুক ওবায়দুল্লাহর ছোট ভাই। এই ২ জনই শায়খ রহমানের ক্যাডার বলে স্বীকার করেছে। (সংবাদ ১৭, সেপ্টেম্বর/০৫)

যে কথা এ লেখার প্রথমে বলা হয়েছিল। সব মুনাফিক উলামায়ে ‘ছু’ নাও হতে পারে কিন' প্রত্যেক উলামায়ে ‘ছু’ অবশ্যই অবশ্যই মুনাফিক। পত্রস্থ রিপোর্টে তাই প্রমাণিত হয়। ইসলামের নামধারী জামাতটির নেতারা বোমা হামলার সাথে জড়িত নয় দাবি করলেও পত্রিকান্তরে প্রকাশিত ডজন ডজন দলীল প্রমাণিত করে তারা কতবড় মিথ্যাবাদী তথা মুনাফিক। যা মৌলবাদী জঙ্গিবাদী তথা ধর্মব্যবসায়ীদের অবিচ্ছেদ্য চরিত্র বটে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রচলিত তাবলীগ জামায়াতের ভ্রান্ত আক্বীদা ও তার খন্ডন মূলক দাঁতভাঙ্গা জবাব

সম্মানিত পাঠক! প্রচলিত ৬ উছূলভিত্তিক তাবলীগ জামায়াতের বাস্তবতা সম্পর্কে যদি সত্যিই জানতে আগ্রহী হন তবে দলিল ভিত্তিক এই প্রতিবেদনটি পড়ুন। ========================================================== ভ্রান্ত আক্বীদা (১)   প্রচলিত ৬ উছূলভিত্তিক তাবলীগ জামায়াতের লোকদের লিখিত কিতাবে এ কথা উল্লেখ আছে যে, মূর্খ হোক, আলিম হোক, ধনী হোক, দরিদ্র হোক, সকল পেশার সকল মুসলমানের জন্য তাবলীগ করা ফরজে আইন। (হযরতজীর মালফুজাত-৪, পৃষ্ঠা-৭, অনুবাদক- মাওলানা ছাখাওয়াত উল্লাহ; তাবলীগ গোটা উম্মতের গুরু দায়িত্ব, পৃষ্ঠা-৫৬, অনুবাদক- ইসমাঈল হোসেন; তাবলীগে ইসলাম, পৃষ্ঠা-৩, লেখক- মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালী; পস্তী কা ওয়াহিদ এলাজ, লেখক- মাওলানা এহ্‌তেশামুল হাসান কান্দলবী, পৃষ্ঠা-২২) ——————————————————————————— জবাব : তাদের উপরোক্ত বক্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন জাগে, তাবলীগ করা কি- ফরজে আইন নাকি ফরজে কিফায়া? কেননা- যে ইবাদত প্রত্যেকের জন্য আলাদাভাবে পালন করা ফরজ তা  ফরজে আইন । যেমন- নামাজ, রোজা, ইত্যাদি। আর যে ইবাদত সমষ্টিগতভাবে পালন করা ফরজ অর্থাৎ যে ফরজ কাজ দেশবাসী, শহরবাসী,এলাকাবাসী ব...

*Coca-cola is Haram for Muslim

Because Coca-Cola and Other Soft Drinks may Contain ALCOHOL. Read Details here:~~~~ COCA-COLA: THE REAL THINGS? The proportions in the accompanying recipe are based on the analyses of Coke quoted above and Merory's recipes. The amount of caffeine agrees with that stated in Coca-Cola's So you asked about soft drinks... pamphlet; this is about a third of the caffeine found in the trial analyses. The following recipe produces a gallon of syrup very similar to Coca-Cola's. Mix 2,400 grams of sugar with just enough water to dissolve (high-fructose corn syrup may be substituted for half the sugar). Add 36 grams of caramel, 3.1 grams of caffeine, and 11 grams of phosphoric acid. Extract the cocaine from 1.1 grams of coca leaf ( Truxillo growth of coca preferred) with toluol; discard the cocaine extract. Soak the coca leaves and kola nuts (both finely powdered; 0.37 gram of kola nuts) in 22 grams of 20 percent alcohol. California white wine fortified to 20 percent strengt...

TABLEEGHI KUFRI AQEEDA--Exposed!!!

THE AQEEDA OF THE TABLEEGHI JAMAAT AND DEOBAND—EXPOSED!!! ===================================================== To have good and strong Imaan, one must have the proper Aqeeda. It is for this reason that we quote a few un-Islamic beliefs of the leaders of the Tableeghi Jamaat together with the proper Islamic answers. The present Molvis and devotees of the T. Jamaat refuse to condemn the persons who wrote such bad beliefs and to even disassociate themselves from such false beliefs. The un-Islamic beliefs which we have quoted below are quotations from those individuals who possess such beliefs and by writing them in this handbill, we have no intention of Kufr. FALSE BELIEF 1: “Allah can speak lies“. (“Barahine Qaatia” by Khaleel Ambetwi; “Yakrozi” by Ismaeel Dehlwi; “Fatawa Rasheedia” by Rasheed Ahmed Gangohi). NAUZ BILLAH ANSWER: Lies is a defect which is not worthy of the Zaat of Almighty Allah and is totally Muhaal (Impossible) for Almighty Allah. Allah is free from all shortages a...