শত শত ড্রেন-নর্দমা দিয়ে রাজধানীর কোটি মানুষের পয়ঃবর্জ্য,
হাসপাতাল-কল-কারখানাগুলোর বিষাক্ত বর্জ্য, হাজারীবাগের ট্যানারীর বিষাক্ত
বর্জ্যসহ বিভিন্ন বর্জ্য-আবর্জনা নদীতে পড়ে নদী দূষিত হচ্ছে যুগ যুগ ধরে।
যা নিয়ে কারো কোনো কথা নেই। নদীর তীরে সরকারি জায়গা দখল করে ক্ষমতাসীনদের
দলীয় কার্যালয়, বাসভবন-বানিজ্যিক ভবন নির্মাণসহ বহু কিছু গড়ে উঠেছে; এসব
নিয়েও কারো কোনো মাথাব্যথা দেখা যায় না।
কিন্তু যে পবিত্র মসজিদগুলো ধর্মপ্রাণ মুসলমানদের নামায ও ইবাদত-বন্দেগীর জন্য সরকারি জায়গায় সরকারি কর্তৃপক্ষের অনুমোদনে কিংবা সহযোগিতায় গড়ে উঠেছিলো, যে পবিত্র মসজিদের বরকতে নদীভাঙ্গন থেকে তীরবর্তী রাজধানীর বহু জায়গা রক্ষা পেয়েছে, যে পবিত্র মসজিদের বরকতে রাজধানী ঢাকা এতোটা উন্নতি লাভ করলো, সেই মসজিদই নাকি এখন ‘অবৈধ’। নাউযুবিল্লাহ!
পবিত্র মসজিদ অবৈধ হবে কেন? মসজিদের জায়গাই বা অবৈধ হবে কেন? যারা সরকারি জায়গায় প্রতিষ্ঠিত মসজিদগুলোকে অবৈধ বলছে, এই জায়গাগুলো কি তাদের বাপ-দাদা পূর্বপূরুষের কারো? নাকি গণতান্ত্রিক রাষ্ট্রের? যে রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি জায়গা জনগণের জন্য ও জনগণের দ্বারা। যে রাষ্ট্রের ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান। যে রাষ্ট্রের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। সেই রাষ্ট্রীয় জায়গায় স্থাপিত মসজিদ অবৈধ নয়, বরং যারা অবৈধ বলতে চায়, তারা নিজেরাই অবৈধ। তাদের জন্মটাও বৈধ ছিলো কিনা দেখা প্রয়োজন। তা না হলে পবিত্র মসজিদকে ‘অবৈধ’ বলার দুঃসাহস তাদের আসে কোত্থেকে? এই পবিত্র মসজিদসমূহ ভাঙার কথা বলার শক্তি তারা কোথায় পায়? এদেরকে সরকার যদি শাস্তি না দেয়, তবে তাদের শাস্তি দেয়ার ক্ষমতা জনগণ রাখে। এটা সংশ্লিষ্ট সবাইকে স্মরণ রাখতে হবে।
কিন্তু যে পবিত্র মসজিদগুলো ধর্মপ্রাণ মুসলমানদের নামায ও ইবাদত-বন্দেগীর জন্য সরকারি জায়গায় সরকারি কর্তৃপক্ষের অনুমোদনে কিংবা সহযোগিতায় গড়ে উঠেছিলো, যে পবিত্র মসজিদের বরকতে নদীভাঙ্গন থেকে তীরবর্তী রাজধানীর বহু জায়গা রক্ষা পেয়েছে, যে পবিত্র মসজিদের বরকতে রাজধানী ঢাকা এতোটা উন্নতি লাভ করলো, সেই মসজিদই নাকি এখন ‘অবৈধ’। নাউযুবিল্লাহ!
পবিত্র মসজিদ অবৈধ হবে কেন? মসজিদের জায়গাই বা অবৈধ হবে কেন? যারা সরকারি জায়গায় প্রতিষ্ঠিত মসজিদগুলোকে অবৈধ বলছে, এই জায়গাগুলো কি তাদের বাপ-দাদা পূর্বপূরুষের কারো? নাকি গণতান্ত্রিক রাষ্ট্রের? যে রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি জায়গা জনগণের জন্য ও জনগণের দ্বারা। যে রাষ্ট্রের ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান। যে রাষ্ট্রের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। সেই রাষ্ট্রীয় জায়গায় স্থাপিত মসজিদ অবৈধ নয়, বরং যারা অবৈধ বলতে চায়, তারা নিজেরাই অবৈধ। তাদের জন্মটাও বৈধ ছিলো কিনা দেখা প্রয়োজন। তা না হলে পবিত্র মসজিদকে ‘অবৈধ’ বলার দুঃসাহস তাদের আসে কোত্থেকে? এই পবিত্র মসজিদসমূহ ভাঙার কথা বলার শক্তি তারা কোথায় পায়? এদেরকে সরকার যদি শাস্তি না দেয়, তবে তাদের শাস্তি দেয়ার ক্ষমতা জনগণ রাখে। এটা সংশ্লিষ্ট সবাইকে স্মরণ রাখতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন