দ্বিতীয় ক্রুসেডের মহানায়ক সুলতান নুরুদ্দীন জঙ্গী রহমতুল্লাহি আলাইহি “ওয়াফ” নামক একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রীয়ভাবে ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভালোভাবে উদযাপন করার জন্য
আমরা যারা ক্রুসেডের ইতিহাস পড়েছি তারা সবাই নিশ্চিতভাবে সুলতান নুরুদ্দীন জঙ্গী রহমতুল্লাহি আলাইহি উনার কথা জানি। তিনি ছিলেন ক্রুসেডের আরেকজন মহানায়ক সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি উনার শায়েখ বা মুর্শিদ।
সুলতান নুরুদ্দিন জঙ্গী রহমতুল্লাহি আলাইহি আরেকটি ঘটনার জন্য সারা বিশ্বে সমাদৃত। ঘটনাটি হলো-
একবার দুই ইহুদী পবিত্র মদীনা শরীফ থেকে নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শরীর মুবারক চুরি করতে ষড়যন্ত্র করেছিলো। সেই সময় নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নুরুদ্দীন জঙ্গী রহমতুল্লাহির আলাইহি উনার স্বপ্নে আগমন করেন এবং ঐ দুই ষড়যন্ত্রকারীর চেহারা দেখিয়ে বলেন তাদের শাস্তি দিতে। এরপর নুরুদ্দিন জঙ্গী রহমতুল্লাহি আলাইহি ঐ দুই ইহুদীকে গ্রেফতার করে শাস্তি দেন।
নুরুদ্দিন জঙ্গী রহমতুল্লাহি আলাইহি ঐ সময় আরেকটি কারণে বিশেষ পরিচিত ছিলেন, সেটা হলো তিনি খুব বেশি বেশি মীলাদ শরীফ মাহফিল করতেন এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনের জন্য সকল ব্যবস্থা করেছিলেন।
মানুষ যেন ভালোভাবে ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল উদযাপন করতে পারে সে জন্য তিনি ‘ওয়াফ’নামক একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি সাধারণ মানুষকে খাবার, ফল-ফলাদি, কাপড় ও প্রয়োজনীয় ওষুধপত্র বিলি করতেন যেন সবাই স্বাচ্ছন্দ্যে ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উৎসব পালন করতে পারেন।
পাঠকগণ এই ইতিহাস পাবেন ঐতিহাসিক গ্রন্থ “Al-‘Alaq al-khatira fi dhikr umara’ al-Sham wa’l-Jazira”-এর মধ্যে যার লেখক হলেন- Ibn Shaddad।
#90DaysMahfil || SM40.COM || Sunnat.info
পর্ব ৩ : https://att-tajdeed.blogspot.com/2022/09/blog-post_15.html
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন