জানেন কি, বাইবেল থেকে গসপেল অফ বার্নাবাস (The Gospel of Barnabas) কেন নিষিদ্ধ করা হয়েছিলো?
সেইন্ট বার্নাবাস, প্রকৃত নাম জোসেফ (ইউসুফ) ছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম (খ্রিস্টানরা বলে যীশু) উনার সবচেয়ে বিশ্বস্ত সহচর ও ওহী লেখক। তিনি হজরত ঈসা আলাইহিস সালাম উনার ধর্মপ্রচার স্বচক্ষে প্রত্যক্ষ করে সরাসরি অভিজ্ঞতা ও জ্ঞান লাভ করেন যা বর্তমানে চারটি স্বীকৃত গসপেলের রচয়িতাদের কারও ছিল না।
বর্তমান খ্রিষ্টান জগতে বার্নাবাসের বাইবেলের কোন পরিচিতি নেই, বরং নিষিদ্ধ। সংগত কারনেই খ্রিষ্টান ধর্মযাজকরা এই বাইবেলের ঘোর বিরোধী কারণ এই বাইবেল ছিল আখেরী রাসূল হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমন এবং উনার প্রশংসা মুবারকে পরিপূর্ণ।
ঐতিহাসিকদের মতে ৩২৫ খৃষ্টাব্দ পর্যন্ত এন্টিওক এবং আলেকজান্দ্রিয়ার গীর্জা সমূহে বার্নাবাসের বাইবেল আইন সম্মত গ্রন্থ হিসাবে পরিচিত ছিলো। কিন্তু ৪৯৬ খৃষ্টাব্দে এটি নিষিদ্ধ করা হয়।
কেন তারা এই বাইবেল নিষিদ্ধ করেছিলো?
১। পুরো গসপেল অফ বার্নাবাস জুড়ে আছে পবিত্র কুরআন শরীফের সাথে সামঞ্জস্যশীল উপদেশবাণী এবং আখেরী রাসূল হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমন সম্পর্কে পূর্বাভাষ।
২। তিনি হজরত ঈসা আলাইহিস সালাম উনার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে হজরত ঈসা আলাইহিস সালাম উনার উর্ধ্বগমনের পর তার উম্মতেরা তাঁকে রব বলে দাবী করবে।
৩। এতে স্পষ্ট বলা আছে যে হজরত ঈসা আলাইহিস সালাম তিনি একজন মহান আল্লাহ পাক উনার নবী, পুত্র নন।
যেমনঃ
"Cursed be every one who shall insert into my sayings that I am the son of God" (53:6)
Jesus answered: "And you; what say you that I am?" Peter answered: "You are Christ, son of God". Then was Jesus angry, and with anger rebuked him, saying: "Begone and depart from me, because you are the devil and seek to cause me offences" (70)
৪। এতে আছে বর্তমান খ্রিস্টানদের ত্রিত্ববাদের বিপরীতে একত্ববাদ।
৫। হজরত ঈসা আলাইহিস সালাম উনাকে ক্রুশবিদ্ধ করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে।
৬। সরাসরি আখেরী রাসূল হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক উল্লেখ করে প্রশংসাবাণী ও আগমনের পূর্বাভাষ রয়েছে।
যেমনঃ
"Muhammed is his blessed name" ' (ch. 97)
“But when Muhammed shall come, the sacred messenger of God, that infamy shall be taken away” (Gospel of Barnabas, para 112).
এই প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার ক্বওল শরীফ উল্লেখ করে ইরশাদ করেন-
" আমি এমন একজন সম্মানিত রাসূল (ﷺ) উনার মুবারক আগমনের সুসংবাদদানকারী, যিনি আমার পরে পৃথিবীতে তাশরীফ আনবেন, উনার সুমহান নাম মুবারক হচ্ছেন "আহমদ" (ﷺ)। ” (সূরা ছফ : ৬)
#90DaysMahfil
SM40.COM
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন