আখেরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পূর্বপুরুষ (অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম উনার থেকে শুরু করে আবু রসুলিল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম উনার পর্যন্ত) সকলেই ছিলেন উনাদের যামানার নবী রসূল অথবা যামানার লক্ষ্যস্থল অলি আল্লাহ। যে বিষয়টি ওহী নাজিদের মাধ্যমে কেয়ামত পর্যন্ত আগত জগতবাসী সকলকে জানিয়ে দিয়েছেন স্বয়ং খালিক মালিক রব মহান আল্লাহ পাক।
কালামুল্লাহ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
وتقلبك فى السجدين
অর্থ : “(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনার স্থানান্তরিত হওয়ার বিষয়টিও ছিল সিজদাকারী উনাদের মাধ্যমে।” (পবিত্র সূরা শুয়ারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ২১৯)
পবিত্র আয়াত শরীফ উনার তাফসীরে আল্লামা হযরত ইমাম ইবনে হিববান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
لازال نوره صلى الله عليه وسلم ينقل من ساجد الى ساجد.
অর্থ: “আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নূর মুবারক সিজদাকারীগণের মাধ্যমে স্থানান্তরিত হয়েছিলেন।” (সীরাতুল হালাবিয়া- ১/৪৫)
ان اباء النبى صلى الله عليه وسلم كانوا مؤمنين.
অর্থ: “আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পূর্ব-পুরুষ উনাদের সকলেই ঈমানদার ছিলেন।” (সীরাতুল হালাবিয়া- ১/৪৫)
এখানে নূরে মুজাসসাম হবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম নসব নামা মুবারক (২২জন) উনাদের তালিকা প্রদান করা হলো-
1. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
2. হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম
3. হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম
4. হযরত হাশিম আলাইহিস সালাম
5. হযরত আবদে মানাফ আলাইহিস সালাম
6. হযরত কুশাই আলাইহিস সালাম
7. হযরত কিলাব আলাইহিস সালাম
8. হযরত মুররাহ আলাইহিস সালাম
9. হযরত কা'ব আলাইহিস সালাম
10. হযরত লুআই আলাইহিস সালাম
11. হযরত গ্বলিব আলাইহিস সালাম
12. হযরত ফিহর আলাইহিস সালাম
13. হযরত মালিক আলাইহিস সালাম
14. হযরত নদ্বর আলাইহিস সালাম
15. হযরত কেনানাহ আলাইহিস সালাম
16. হযরত খুজাইমাহ আলাইহিস সালাম
17. হযরত মুদরিকাহ আলাইহিস সালাম
18. হযরত ইলইয়াস আলাইহিস সালাম
19. হযরত মুদ্বর আলাইহিস সালাম
20. হযরত নিযার আলাইহিস সালাম
21. হযরত মাআ'দ আলাইহিস সালাম
22. হযরত আদনান আলাইহিস সালাম
আয় আল্লাহ পাক, উনাদের মুহব্বত মারিফত তাওয়াল্লুক নিসবত মুবারক আমাদের নসিব করুন। আমীন।
#90daysMahfil
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন