"তুমি আমার জন্য খেজুর এনেছ কিন্তু এগুলোর বীচি ফেলোনি" -এটা একটি বিখ্যাত আরবী প্রবাদ, কিন্তু এই প্রবাদটির উৎপত্তি কিভাবে হয়? আর কিভাবেই বা এটি বিখ্যাত হয়ে উঠে?
পড়ুন সেই হৃদয় বিদারক ঘটনা।
হযরত ফারুকে আযম আলাইহিস সালাম উনাকে কেউ একজন জানালেন যে, হযরত ছিদ্দিক্বে আকবর আলাইহিস সালাম তিনি ফজরের সালাত শেষ করে মদীনা শরীফ সীমানার দিকে যান, একটা ছোট বাড়িতে বেশ কিছু সময় কাটান, তারপর নিজের ঘরে ফিরে আসেন।
হযরত ছিদ্দিক্বে আকবর আলাইহিস সালাম তিনি কি করতেন না করতেন তার সব খবরই হযরত ফারুকে আযম আলাইহিস সালাম রাখতেন, শুধুমাত্র এই বাড়িতে কি হতো, তা উনার অগোচরে ছিল।
দিন যায়, কিন্তু আমীরুল মুমিনীন হযরত ছিদ্দিক্বে আকবর আলাইহিস সালাম উনার ঐ বাড়িতে গমন বন্ধ হয়না।
হযরত ফারুকে আযম আলাইহিস সালাম তিনি সিদ্ধান্ত নিলেন, ফজরের পর হযরত ছিদ্দিক্বে আকবর আলাইহিস সালাম ঐ বাড়িতে গিয়ে কি করেন, তা তিনি নিজের চোখে একবার দেখে আসবেন। হযরত ফারুকে আযম আলাইহিস সালাম তিনি ঐ ঘরে গিয়ে দেখতে পেলেন, ওখানে একজন বৃদ্ধা বাস করেন। বৃদ্ধার কেউ নেই, তারওপর তিনি অন্ধ। হযরত ফারুকে আযম আলাইহিস সালাম তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। বৃদ্ধার সাথে হযরত ছিদ্দিক্বে আকবর আলাইহিস সালাম উনার কি সম্পর্ক, তা জানার জন্য তিনি আগ্রহী হয়ে উঠলেন। তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, 'এই লোক আপনার বাড়িতে প্রতিদিন কি জন্য আসেন?'
বৃদ্ধা জবাব দিলেন, 'আল্লাহর কসম, আমার জানা নেই। তিনি প্রতিদিন আসেন, তারপর আমার ঘর ঝাড়ু দেন, সব কিছু পরিষ্কার করেন, তারপর আমার জন্য খাবার তৈরি করেন, তারপর কোন কথা না বলেই চলে যান।'
হযরত ছিদ্দিক্বে আকবর আলাইহিস সালাম উনার বিছাল শরীফ উনার পর হযরত ফারুকে আযম আলাইহিস সালাম তিনি একইভাবে বৃদ্ধার সেবা করলেন। বৃদ্ধা কিছু একটা টের পেয়ে জিজ্ঞাসা করলেন, তোমার বন্ধু কি মারা গেছেন?
হযরত ফারুকে আযম আলাইহিস সালাম তিনি প্রচণ্ড অবাক হলেন। জিজ্ঞাসা করলেন, 'আপনি কিভাবে বুঝলেন?'
বৃদ্ধা জবাব দিলেন, 'আপনি আমার জন্য খেজুর এনেছেন, কিন্তু বীচি ফেলেননি'।
হযরত ফারুকে আযম আলাইহিস সালাম তিনি হাঁটু গেঁড়ে বসে পড়লেন। উনার চোখ মুবারক অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেল। আর এই অবস্থায় তিনি তার বিখ্যাত উক্তিটি বললেন,
'হযরত ছিদ্দিক্বে আকবর আলাইহিস সালাম! আপনি পরবর্তী খলীফাদের কাজ কঠিন করে গেছেন।'
(মহান আল্লাহ পাক তিনি উনাদের উপর রহম করুন)
এই বৃদ্ধার আকুতি যেন এই জমানায় আরেকজন হযরত ছিদ্দিক্বে আকবর আলাইহিস সালাম, আরেকজন হযরত ফারুকে আযম আলাইহিস সালাম প্রতি আকাঙ্ক্ষারই প্রতিচ্ছবি।
উনার আকুতিতে অভিমান ঝরে পড়ছে, তখন তো হযরত ফারুকে আযম আলাইহিস সালাম তিনি ছিলেন, এখন আমার দায়িত্ত্ব নেবে কে?
#90DaysMahfil
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন