গত ১৪ অক্টোবর ২০১৪ঈ. জুমুয়াবার রাজশাহীতে ‘জীবনানন্দ কবিতা মেলা-২০১৪’ নামে দুই দিনব্যাপী এক অনুষ্ঠান করে ‘কবিকুঞ্জ’ নামে একটি ভূঁইফোড় সংগঠন। সেখানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কথিত কবি সাহিত্যিকদের সমাগম হয়। কবিতামেলার উদ্বোধনী বক্তব্যে এদেশের সহিত্যিক হিসেবে পরিচিত সৈয়দ শামসুল হক বলেছে, “আজকাল প্রায় দুই বাংলার কবি, দুই বাংলার কবিতার কথা বলা হয়। আসলে বাংলা এক। দেশ দুটি। তাই দুই বাংলা বলবেন না।” শামসুল হক এই বক্তব্যে পশ্চিমবঙ্গের প্রতি যারপরনাই প্রীতি ও মমত্ববোধ প্রকাশ করেছে। উল্লেখ্য, আমাদের দেশের কিছু অনলাইন ও প্রিন্ট মিডিয়া রয়েছে যারা অবাধে আসাম, ত্রিপুরা, পশ্চিবঙ্গের খবর এমনভাবে প্রকাশ করে যে, বোঝার উপায় নেই খবরটি বাংলাদেশের না ভারতের। অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে দেশ দুটি হলেও বাংলা একটি। যা শামসুল হকের দৃষ্টিভঙ্গির সাথে পুরোপুরি মিলে যায়। বলার অপেক্ষা রাখে না, এধরনের চেতনা যারা প্রকাশ করে ও যেসকল গণমাধ্যম প্রচার করে তারা আসলে চায় যে, বাংলাদেশীরা ‘বাংলাদেশী’ হিসেবে নয়; বরং বাঙালি চেতনায় উজ্জীবিত হোক, বাংলাভাষী সকল জাতি একত্ব হয়ে যাক, হিন্দু-মুসিলম এক হয়ে যাক। তাই তা...
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে