পবিত্র
হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “শেষ জামানায় মানুষ মূর্খ
লোকদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে এবং তাদের পরামর্শ অনুযায়ী চলবে।”
পবিত্র হাদীছ শরীফ উনার বাস্তবতায়ও তাই দেখা যাচ্ছে। যেমন-
(১) এখন আমাদের সরকারের শিক্ষামন্ত্রী বামপন্থী নাস্তিক নাহিদ। সে ধ্বংস করে দিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। বোর্ড পরীক্ষায় পাশের হার বাড়াতে গিয়ে সব মাকাল ফল তৈরি করছে। তার প্রমাণস্বরূপ দেখা গেছে ঢাবিতে এবারের ভর্তি পরীক্ষায় নতুনরা সব ডাব্বা মেরেছে।
(২) আমাদের সিলেবাস-প্রশ্ন প্রণেতা হচ্ছে ইসলামবিদ্বেষী নাস্তিক জাফর ইকবাল গং। এদের নিয়ম অনুসারে ইসলাম ধর্ম পরীক্ষায় আখলাক ধাপের প্রশ্নে ক্রিকেটার সাকিবের চরিত্র নিয়ে প্রশ্ন থাকে ৪টা।
(৩) বাংলাদেশের প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাবির ভিসি পদে আছে আ ফ ম আরেফিন সিদ্দিক নামক এক বামপন্থী। সে নতুন নিয়ম তৈরি করে বন্ধ করে দিলো দ্বিতীয় ধাপে ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ। ঢাবিতে ভর্তির পথ বন্ধ করে দিলো অসংখ্য মেধাবী ছাত্রের।
এভাবেই চলতে থাকবে, ধ্বংস হয়ে যাবে মেধাবিরা। আর নতুন মূর্খরা দখল করবে নাহিদ, জাফর আর আরেফিনের স্থান।
পবিত্র হাদীছ শরীফ উনার বাস্তবতায়ও তাই দেখা যাচ্ছে। যেমন-
(১) এখন আমাদের সরকারের শিক্ষামন্ত্রী বামপন্থী নাস্তিক নাহিদ। সে ধ্বংস করে দিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। বোর্ড পরীক্ষায় পাশের হার বাড়াতে গিয়ে সব মাকাল ফল তৈরি করছে। তার প্রমাণস্বরূপ দেখা গেছে ঢাবিতে এবারের ভর্তি পরীক্ষায় নতুনরা সব ডাব্বা মেরেছে।
(২) আমাদের সিলেবাস-প্রশ্ন প্রণেতা হচ্ছে ইসলামবিদ্বেষী নাস্তিক জাফর ইকবাল গং। এদের নিয়ম অনুসারে ইসলাম ধর্ম পরীক্ষায় আখলাক ধাপের প্রশ্নে ক্রিকেটার সাকিবের চরিত্র নিয়ে প্রশ্ন থাকে ৪টা।
(৩) বাংলাদেশের প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাবির ভিসি পদে আছে আ ফ ম আরেফিন সিদ্দিক নামক এক বামপন্থী। সে নতুন নিয়ম তৈরি করে বন্ধ করে দিলো দ্বিতীয় ধাপে ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ। ঢাবিতে ভর্তির পথ বন্ধ করে দিলো অসংখ্য মেধাবী ছাত্রের।
এভাবেই চলতে থাকবে, ধ্বংস হয়ে যাবে মেধাবিরা। আর নতুন মূর্খরা দখল করবে নাহিদ, জাফর আর আরেফিনের স্থান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন