কথিত মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, বিয়ের বয়স কমালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে।
অথচ বিশ্বের অধিকাংশ দেশেই ১৮ বছরের নিচে বিয়ে হচ্ছে, তাদের দেশে কি আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে না? শুধু বাংলাদেশে বিয়ের বয়স কমালে কেন আইন লঙ্ঘন হবে? আর ১৮ বছরের নিচে বিয়ে করলে যদি আইনত দ-নীয় হয়, তবে ইউরোপ-আমেরিকায় ১১-১২ বছরের কুমারী মেয়েরা যে গর্ভবতী হচ্ছে তাদেরকে কেন পিতা-মাতাসহ কারাদ- দেয়া হচ্ছে না? সেখানে ‘হিউম্যান রাইটস’ কথা বলে না কেন?
এইচআরডব্লিউ তার রিপোর্টে বাল্যবিবাহের সাথে ‘দাম্পত্য ধর্ষণ’ বলে একটা টার্ম নিয়ে এসেছে। আমার মনে হয়েছে, এই রিপোর্টের পর এইচআরডব্লিউ’র মুখে জুতা দিয়ে মারা উচিত। কারণ এ পশুগুলো লিভটুগেদার আর ইনসেস্টে বিশ্বাসী, এদের কাছে বৈধ বিয়েটাই ধর্ষণ মনে হচ্ছে। ফ্রান্স স্পেন পর্তুগাল নেদারল্যান্ড লুক্সেমবার্গের পর জামার্নিতে যখন ভাই-বোনের বিয়েকে বৈধতা দেয়ার কথা বলা হয়, তখন তারা এর বিরুদ্ধে টু-শব্দটা করে না। অথচ মুসলমান দেশে ১৮ বছরের নিচে বিয়ে দিলে তাদের চুলকানি শুরু হয়ে যায়।
রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ সরকারপ্রধান কন্যাশিশু সম্মেলনে গিয়ে বাল্যবিবাহ রোধ করার অঙ্গিকার করেছে। এর জবাবে বলতে হয়, এ বিষয়টা ধর্মীয় আইনের সাথে সম্পর্কিত, এখানে বাংলাদেশের সরকারপ্রধানের কথায় চলবে না। দেশের ৯৭ ভাগ মানুষ মুসলমান, দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এদেশে বাল্যবিবাহ নিরোধ নামক কুফরী আইন বলবৎ থাকতে পারে না।
-লেখাটি দৈনিক আল ইহসান পত্রিকায় প্রকাশিত।
অথচ বিশ্বের অধিকাংশ দেশেই ১৮ বছরের নিচে বিয়ে হচ্ছে, তাদের দেশে কি আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে না? শুধু বাংলাদেশে বিয়ের বয়স কমালে কেন আইন লঙ্ঘন হবে? আর ১৮ বছরের নিচে বিয়ে করলে যদি আইনত দ-নীয় হয়, তবে ইউরোপ-আমেরিকায় ১১-১২ বছরের কুমারী মেয়েরা যে গর্ভবতী হচ্ছে তাদেরকে কেন পিতা-মাতাসহ কারাদ- দেয়া হচ্ছে না? সেখানে ‘হিউম্যান রাইটস’ কথা বলে না কেন?
এইচআরডব্লিউ তার রিপোর্টে বাল্যবিবাহের সাথে ‘দাম্পত্য ধর্ষণ’ বলে একটা টার্ম নিয়ে এসেছে। আমার মনে হয়েছে, এই রিপোর্টের পর এইচআরডব্লিউ’র মুখে জুতা দিয়ে মারা উচিত। কারণ এ পশুগুলো লিভটুগেদার আর ইনসেস্টে বিশ্বাসী, এদের কাছে বৈধ বিয়েটাই ধর্ষণ মনে হচ্ছে। ফ্রান্স স্পেন পর্তুগাল নেদারল্যান্ড লুক্সেমবার্গের পর জামার্নিতে যখন ভাই-বোনের বিয়েকে বৈধতা দেয়ার কথা বলা হয়, তখন তারা এর বিরুদ্ধে টু-শব্দটা করে না। অথচ মুসলমান দেশে ১৮ বছরের নিচে বিয়ে দিলে তাদের চুলকানি শুরু হয়ে যায়।
রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ সরকারপ্রধান কন্যাশিশু সম্মেলনে গিয়ে বাল্যবিবাহ রোধ করার অঙ্গিকার করেছে। এর জবাবে বলতে হয়, এ বিষয়টা ধর্মীয় আইনের সাথে সম্পর্কিত, এখানে বাংলাদেশের সরকারপ্রধানের কথায় চলবে না। দেশের ৯৭ ভাগ মানুষ মুসলমান, দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এদেশে বাল্যবিবাহ নিরোধ নামক কুফরী আইন বলবৎ থাকতে পারে না।
-লেখাটি দৈনিক আল ইহসান পত্রিকায় প্রকাশিত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন