সে তার এই নীতিতে এতোটাই দৃঢ় ছিলো যে, তার তত্ত্বাবধানে থাকা রোগীদের অবস্থা যখন অবনতির দিকে অথবা মৃত্যুর দিকে ধাবিত হতো, তখনো সে তা এই নীতি থেকে বিচ্যুত হতো না। অর্থাৎ তাদের সুস্থতার জন্য উপযুক্ত চিকিৎসা, খাদ্য, পরিচর্যা দিতো না।
পশ্চিমা নিয়ন্ত্রিত তাঁবেদার মিডিয়া, পশ্চিমাদের পা চাটা গোলাম রাজনৈতিক ও সমাজপতিরা এসব কর্মকা- দেখেও না দেখার ভান করে বরং তেরেসার প্রশংসা করে তাকে মাথায় তুলে নাচতো। অবশ্য এটি এখনো অব্যাহত আছে।
এ প্রতারক তেরেসার এসব খবর শুনে সাধারণ মানুষের বিশ্বাস করতে কষ্ট হতে পারে কারণ মিডিয়ার রং তুলিতে সে অতি রঙ্গিন। তাকে প্রকৃতরূপে অর্থাৎ কুৎসিত ও ভয়ঙ্কর চেহারায় চিনতে কষ্ট হবে- এটাই স্বাভাবিক। কিন্তু যেকোনো বিষয় সম্পর্কে সঠিক ধারণা রাখাই প্রকৃত জ্ঞানীর কাজ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন