বাল্যবিবাহ বিরোধী সমাজের চিত্র: বিয়েতে রাজি না হওয়ায় টাঙ্গাইলে ৩ মেয়ে ও মাকে আগুনে পুড়িয়ে হত্যা করলো বখাটেরা
এ
দায় কার- বখাটের? মেয়েরৎ নাকি মেয়ের পরিবারের? মূলত এর জন্য মূল দায়ী
হচ্ছে আমাদের সরকার ও রাষ্ট্রব্যবস্থা। ইসলামহীন, পর্দাহীন এবং ‘বাল্যবিবাহ
বিরোধী’ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার কারণেই এসব ঘটনা প্রতিনিয়ত ঘটে
যাচ্ছে। টাঙ্গাইলের এ ঘটনাটির সূত্রপাত ঘটে বেপর্দা হয়ে হারাম গানের
অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে। একই সাথে ১৪ বছর বয়সী ঐ মেয়েটিকে তার
পরিবার না পারছিলো ঐ বখাটের কাছে বিয়ে দিতে, না পারছিলো (বাল্যবিবাহ বিরোধী
আইনের কারণে) অন্যকোনো ভালো ছেলের কাছে বিয়ে দিতে। তাই মৃত্যুর মুখোমুখী
হতে হলো পুরো পরিবারকে।
যেমন: শরীয়তসম্মত বাল্যবিবাহ বন্ধ করা, নারী স্বাধীনতার নামে বেপর্দাকে উস্কে দেয়া, বিনোদনের নামে বিদেশী অপসংস্কৃতি চাপিয়ে দিয়ে, মাদক, পশ্চিমা ধাঁচের লাইফস্টাইল ইত্যাদি এগুলো দিয়ে সামাজিক চেইন সিস্টেম নষ্ট করা হচ্ছে। এতে ভেঙ্গে পড়ে সমাজ ব্যবস্থা। ফলশ্রুতিতে বাড়ছে নারীটিজিং, বখাটের উৎপাত, সম্ভ্রমহরণ, পরকীয়া, কিংবা এ ধরনের জঘন্য হত্যাকান্ড।
তাই আসুন, আমরা এ বিষয়গুলো নিয়ে একখনই সচেতন হই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন