উড়োজাহাজের আবিস্কারক কে? হিন্দুদের কল্পিত চরিত্র রাম, নাকি খ্রিষ্টানদের প্রচারিত রাইট ব্রাদার্স; নাকি আব্বাস ইবনে ফিরনাস?
ভারতের গুজরাটের সিলেবাসে হিন্দুদের কল্পিত চরিত্র ‘রাম’কে উড়োজাহাজের আবিষ্কারক বলে পাঠ দান করা হচ্ছে। বিষয়টি হাস্যকর তবে এর স্বপক্ষে যে যুক্তিটি তারা জুড়ে দিচ্ছে সেটা হলো- হিন্দুদের পুরানে নাকি শূন্যের উপর রথের কথা এসেছে। আর সেখান থেকেই নাকি উড়োজাহাজের আবিস্কার। এটাও হাস্যকর। আসলে হিন্দু ধর্মটা যেমন উদ্ভট, কাল্পনিক আর কুসংস্কার নির্ভর, তেমনি কথিত দেবতাদের কাহিনীগুলোও কার্টুনের মতো অবাস্তব রম্য, আর তাদের বক্তব্যগুলোও উদ্ভট ও হাস্যকর। গুজরাটের স্কুলগুলোতে ছোট ছোট শিশুরা এইসব উদ্ভট আজগুবি কথাগুলোই মুখস্ত করে যাচ্ছে।
যাই হোক, এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ধর্মীয় গোড়ামীর কারণেই তাদের সিলেবাসে উড়োজাহাজের আবিষ্কারক হিসেবে কৃতিত্ব দিয়েছে কথিত কল্পিত রামকে। তাদের এই গোড়ামী যেমন জাতিগত মূর্খতার পরিচয় তদ্রুপ আমাদের বাংলাদেশের সিলেবাসে উড়োজাহাজের আবিষ্কারক হিসেবে যে রাইট ব্রাদার্স-এর নাম শেখানো হচ্ছে সেটাও ভূল এবং বাঙালির মূর্খতার পরিচয় প্রকাশ করে। এটা নিয়ে মূলত ইহুদী-খ্রিস্টানরা মিথ্যা দাবি করে বলে যে- আমেরিকার রাইট ব্রাদার্স নাকি ১৯০৩ সালে উড়োহাজাজ আবিষ্কার করে।
কিন্তু প্রকৃতপক্ষে এটাই ঐতিহাসিক সত্য যে কথিত রাইট ব্রাদার্সেরও প্রায় ১০০০ বছর পূর্বে মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস (৮১০-৮৮৭ খ্রিস্টাব্দ) সর্বপ্রথম উড়োজাহাজের মডেল আবিষ্কার করেছিলেন এবং কাঠ ও সিল্কের পাখার সাহায্যে প্লেন বানিয়ে ১০ মিনিট আকাশে উড়েছিলেন।
মিথ্যা কখন কোন ইতিহাসের ভিত হতে পারে না। হিন্দুদের কল্পিত রাম হোক আর খ্রিষ্টানদের রাইট ব্রাদার্স হোক দুটোই মিথ্যা দাবি।
প্রকৃত ইতিহাস এবং সঠিক শিক্ষাটাই মানুষকে জানানো উচিত। তাই উড়োহাজাজের আবিষ্কারক হিসেবে আব্বাস ইবনে ফিরনাসের কথাই বাংলাদেশসহ আন্তর্জাতিক সিলেবাসে অন্তর্ভূক্ত করা উচিত।
যাই হোক, এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ধর্মীয় গোড়ামীর কারণেই তাদের সিলেবাসে উড়োজাহাজের আবিষ্কারক হিসেবে কৃতিত্ব দিয়েছে কথিত কল্পিত রামকে। তাদের এই গোড়ামী যেমন জাতিগত মূর্খতার পরিচয় তদ্রুপ আমাদের বাংলাদেশের সিলেবাসে উড়োজাহাজের আবিষ্কারক হিসেবে যে রাইট ব্রাদার্স-এর নাম শেখানো হচ্ছে সেটাও ভূল এবং বাঙালির মূর্খতার পরিচয় প্রকাশ করে। এটা নিয়ে মূলত ইহুদী-খ্রিস্টানরা মিথ্যা দাবি করে বলে যে- আমেরিকার রাইট ব্রাদার্স নাকি ১৯০৩ সালে উড়োহাজাজ আবিষ্কার করে।
কিন্তু প্রকৃতপক্ষে এটাই ঐতিহাসিক সত্য যে কথিত রাইট ব্রাদার্সেরও প্রায় ১০০০ বছর পূর্বে মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস (৮১০-৮৮৭ খ্রিস্টাব্দ) সর্বপ্রথম উড়োজাহাজের মডেল আবিষ্কার করেছিলেন এবং কাঠ ও সিল্কের পাখার সাহায্যে প্লেন বানিয়ে ১০ মিনিট আকাশে উড়েছিলেন।
মিথ্যা কখন কোন ইতিহাসের ভিত হতে পারে না। হিন্দুদের কল্পিত রাম হোক আর খ্রিষ্টানদের রাইট ব্রাদার্স হোক দুটোই মিথ্যা দাবি।
প্রকৃত ইতিহাস এবং সঠিক শিক্ষাটাই মানুষকে জানানো উচিত। তাই উড়োহাজাজের আবিষ্কারক হিসেবে আব্বাস ইবনে ফিরনাসের কথাই বাংলাদেশসহ আন্তর্জাতিক সিলেবাসে অন্তর্ভূক্ত করা উচিত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন