* সম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের খিদমত করা এবং উনাদের সুমহান শান মুবারক-এ মাহফিল করা; এতে সহজেই সন্তুষ্টি রেযামন্দি হাছিল হয়।
* পবিত্র মুহররমুল হারাম মাসের ১০ তারিখ পবিত্র আশূরা শরীফ দিনের আমলসমূহ হচ্ছে রোযা রাখা অর্থাৎ ৯, ১০ অথবা ১০, ১১ তারিখ দু’দিন রোযা রাখা।
* পবিত্র আশূরা শরীফ উপলক্ষে যারা রোযা রাখবে উনাদেরকে ইফতার করানো; এতে সমস্ত উম্মতে হাবীবী উনাদেরকে ইফতার করানোর ফযীলত হাছিল হবে।
* পরিবারবর্গকে ভালো খাবার খাওয়ানো; এতে সারা বৎসরের জন্য স্বচ্ছলতা লাভ হয়।
* গোসল করা; এতে মৃত্যু ব্যতীত কোনো কঠিন রোগ হবে না এবং অলসতা ও দুঃখ-কষ্ট হতে নিরাপদ থাকবে
* পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড় পরিধান করা।
* চোখে (ইসমিদ) সুরমা দেয়া; ফলে পরবর্তী এক বছর পর্যন্ত চোখে কোনো প্রকার রোগ হবে না।
* গরিবদের আহার করানো; এতে বিদ্যুৎবেগে পুলছিরাত পার হবে।
* পিপাসার্তকে পানি পান করানো; এতে সম্মানিত জান্নাতের ‘সালসাবীল’ ঝর্ণা থেকে পানি পান করার সুযোগ হবে।
* ইয়াতীমদের মাথায় হাত বুলানো ইত্যাদি
উক্ত আমলগুলো পবিত্র আশূরা শরীফ উনার দিন পালনীয় খাছ সুন্নতী আমল এবং অশেষ ফযীলত ও নেকী হাছিল লাভের উসীলা।
সূত্র: দৈনিক আল ইহসান
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন