বাংলাদেশে নারীর প্রতি কথিত সহিংসতা রোধে ১৬দিনব্যাপী কর্মসূচি নিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি নারীঘটিত অপরাধের দেশ যুক্তরাষ্ট্রের ইহুদীসংঘ (জাতিসংঘ)। তাদের কার্যক্রমগুলোও যে খুব বেশি ফলপ্রসূ তাও নয়। যতোসব উদ্ভট কর্মকা- ঘটিয়ে যাচ্ছে নারী সহিংসতা রোধের নামে। অথচ এসব সমস্যা তাদের দেশেই সবচেয়ে বেশি। তাদেরই পরিসংখ্যান মতে, ‘যুক্তরাষ্ট্রের কোথাও না কোথাও প্রতি ৯০ সেকেন্ডে একজন নারী সহিংসতার শিকার হয়।’ (তথ্যসূত্র: ন্যাশনাল ক্রাইম ভিক্টিমাইজেশন সার্ভে ২০১২ ঈসায়ী, বিচারবিভাগ, যুক্তরাষ্ট্র) এছাড়াও ‘যুক্তরাষ্ট্রে ২২ হাজার মিলিয়নেরও বেশি নারী জীবনে একবার হলেও সম্ভ্রমহরণের শিকার হয়েছে।’ তাদের পরিসংখ্যানে আরো প্রকাশ হয়, ‘যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচজনে একজন নারী তাদের জীবদ্দশায় একবার সম্ভ্রমহরণের শিকার হয়।’ (তথ্যসূত্র: ন্যাশনাল ইন্টিমেট পার্টনার এন্ড সেক্সুয়াল ভায়োলেন্স সার্ভে ২০১০ ঈসায়ী) আমেরিকার সরকারি পরিসংখ্যানে সে দেশের নারী সহিংসতা, নারী ঘটিত কেলেঙ্কারীর যে ভয়াবহ চিত্র ফুটে উঠে, তাতে জাতিসংঘকে বলতে হয়, এসব বিষয়ে বাংলাদেশে নাক না গলিয়ে বরং নিজের চরকায় তেল দেয়া উচিত। পয়সা না থাকলে বরং হা...
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে