স্বঘোষিত হিন্দু দেওবন্দী মুফতে ইলিয়াস কর্তৃক হিন্দুত্ববাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা ও পবিত্র দ্বীন ইসলাম নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের খন্ডন
বাংলাদেশের কওমী মাদরাসাগুলোর গুরু ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ-এর নেতা
মুফতে ইলিয়াস সম্প্রতি নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়ে হিন্দুত্ববাদের
শ্রেষ্ঠত্বের কথা বলেছে। পাশাপাশি পবিত্র দ্বীন ইসলাম নিয়ে প্রকাশ্য
মিথ্যচার করেছে। তার বিভ্রান্তিকর বক্তব্যের দাঁতভাঙা জবাব দেয়ার আগে তার
কুফরী বক্তব্যগুলো হুবহু এখানে তুলে ধরা হলো-
সে তার বক্তব্যে বলেছে,
(১) স্বঘোষিত হিন্দু দেওবন্দী মুফতে ইলিয়াস প্রথমেই বলেছে, হিন্দুদের শিব মুসলমানদের প্রথম নবী। নাউযুবিল্লাহ!
খ-ন: পৃথিবীতে প্রথম মানুষ হচ্ছেন হযরত আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম এবং তিনিই মুসলমানদের প্রথম নবী। এটি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে স্পষ্ট করে বর্ণনা করা আছে। আর শিব হচ্ছে হিন্দুদের কথিত পুরাণীয় কল্পিত চরিত্র। কেউ যদি মুসলমান হয় এবং পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ বিশ্বাস করে তবে তার পক্ষে এ ধরনের কুফরী কথা বিশ্বাস করা কখনোই সম্ভব নয়। তবে কেউ যদি কাফির (অবিশ্বাসী) হয়ে যায়, তার বিষয়টি ভিন্ন । [.....]
সে তার বক্তব্যে বলেছে,
“শিব মুসলমানদের পিতা, তাকে আপনারা আদম, নবী বলতে পারেন। আমি জোর গলায় তা বলতে পারি, এটাই বাস্তবতা। অনেকে মনে করেন- আমাদের ধর্ম আরব থেকে এসেছে; কিন্তু এটা সত্য নয়। আমাদের ধর্মের সৃষ্টি হয়েছে হিন্দুস্থান থেকে। হিন্দুস্থান আমাদের জন্মভূমি ও ধর্মভূমি- এতে কোনো সন্দেহ নেই। হিন্দুস্থানে বসবাস করা সকল মানুষ হিন্দু, হিন্দু আমাদের জাতির নাম আর আমাদের ধর্ম হলো ‘সনাতন’। মুসলিম ও হিন্দু বলে কোনো ধর্ম নেই, আমাদের একটাই ধর্ম, তা হচ্ছে ‘সনাতন’। আর হিন্দুস্থানকে হিন্দুরাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার ব্যাপারে আমি একমত। আমিও হিন্দু।”তার প্রতিটি কুফরী বক্তব্যের খ-নমূলক জবাব এখানে দেয়া হলো-
[সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস (ভারত), ২০ ফেব্রুয়ারি ২০১৫ ঈসায়ী; সাহারা সময় (ভারতীয় চ্যানেল), ১৯ ফেব্রুয়ারি, ২০১৫ ঈসায়ী; এবিপিলাইভ, ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ঈসায়ী]
(১) স্বঘোষিত হিন্দু দেওবন্দী মুফতে ইলিয়াস প্রথমেই বলেছে, হিন্দুদের শিব মুসলমানদের প্রথম নবী। নাউযুবিল্লাহ!
খ-ন: পৃথিবীতে প্রথম মানুষ হচ্ছেন হযরত আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম এবং তিনিই মুসলমানদের প্রথম নবী। এটি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে স্পষ্ট করে বর্ণনা করা আছে। আর শিব হচ্ছে হিন্দুদের কথিত পুরাণীয় কল্পিত চরিত্র। কেউ যদি মুসলমান হয় এবং পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ বিশ্বাস করে তবে তার পক্ষে এ ধরনের কুফরী কথা বিশ্বাস করা কখনোই সম্ভব নয়। তবে কেউ যদি কাফির (অবিশ্বাসী) হয়ে যায়, তার বিষয়টি ভিন্ন । [.....]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন