গত ১৮ই ফেব্রুয়ারী রোদেলা প্রকাশনী খুলে দেওয়ার দাবিতে টিএসসিতে একদল নাস্তিক লেখক ও প্রকাশক সমাবেশ করে। ঐ সমাবেশে তারা দাবি করে, নবীজি ও ইসলামকে নিয়ে নাকি সমালোচনা চলতেই পারে। নাউযুবিল্লাহ।
ঐ দিনের আলোচনার কিছু অংশের অডিও ক্লিপ এ লিঙ্ক (http://goo.gl/tDbxc7) থেকে ডাউনলোড করতে পারেন। ঐ অংশটুকু লিখিত আকারে নিচে দেওয়া হলো: “........আমরা মনে করি, আজকে এই প্রকাশক, রোদেলা প্রকাশনীর স্টল অবিলম্বে খুলে দিতে হবে,অতিসত্বর সমস্ত বই বিক্রী করার সুযোগ দিতে হবে। বাংলা একাডেমিতে আজকে যে নৈরাজ্য চলছে, আমরা মনে করি, বাংলা একাডেমির বই মেলাকে কোন ভাবেই বায়তুল মোকাররমের সংস্করন করতে আমরা দেবনা। আজকে আপনারা জানেন, ফেব্রুয়ারী মাসের শুরুতেই এখানে আমরা বুদ্ধিবৃত্তিক চর্চা করতে আসি। এখানে হুমায়ুন আজাদের বই আছে,এখানে আহমেদ শরীফের বই আছে,এখানে বাংলাদেশের বিখ্যাত সবধরণের বই থাকে। আজকে সেই প্রকাশনা, সেই বইপত্র, সমস্ত কিছু নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার কাদের স্বার্থ দেখতে চায়? আমরা মনে করি,আজ থেকে হেফাজতের হুমকিতে কোন ধরনের নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। আমরা মনে করি, হযরত মুহম্মদকে নিয়ে, ইসলামকে নিয়ে আলোচনা-সমালোচনা চলতেই পারে, কিন্তু বাংলা একাডেমীর আত্মসিদ্ধান্তের ফলে কোন প্রকাশনা সংস্থাকে বন্ধ করে দেওয়া যাবে না।.............”
যে দেশের প্রায় মানুষ মুসলমান, দেশের আইন অনুযায়ি ধর্মীয় অনুভূতিতে আঘাত
দেওয়া শাস্তিযোগ্য অপরাধ, সে দেশে এ সন্ত্রাসীগুলো প্রকাশ্যে বলে কিনা----
নবীজি ও ইসলামকে নিয়ে সমালোচনা চলতেই পারে (নাউযুবিল্লাহ) !!!
যদি বঙ্গবন্ধুর সমালোচনা করলে জেলে যেতে হয়, যদি প্রধানমন্ত্রীর সমালোচনা করলে জেলে যেতে হয়, তবে যে সকল সন্ত্রাসী প্রকাশ্যে ইসলাম ও নবীজির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ঘোষণা দিচ্ছে তাদেরকেও গ্রেফতার করে জেলে পাঠানো হোক।
আজকেও বিকাল ৪টার সময় এ সন্ত্রাসীগুলো টিএসসিতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। যে সন্ত্রাসীগুলো আজ সমাবেশে যোগ দেবে তাদের সবগুলোকে চিহ্নিত করে, গ্রেফতার করে, ফাসিতে ঝুলানোর দাবি জানাচ্ছি।
যদি বঙ্গবন্ধুর সমালোচনা করলে জেলে যেতে হয়, যদি প্রধানমন্ত্রীর সমালোচনা করলে জেলে যেতে হয়, তবে যে সকল সন্ত্রাসী প্রকাশ্যে ইসলাম ও নবীজির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ঘোষণা দিচ্ছে তাদেরকেও গ্রেফতার করে জেলে পাঠানো হোক।
আজকেও বিকাল ৪টার সময় এ সন্ত্রাসীগুলো টিএসসিতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। যে সন্ত্রাসীগুলো আজ সমাবেশে যোগ দেবে তাদের সবগুলোকে চিহ্নিত করে, গ্রেফতার করে, ফাসিতে ঝুলানোর দাবি জানাচ্ছি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন