বইমেলায় ফের ইসলাম বিকৃত করে বই, ‘আল্লাহ পৌত্তলিকদের দেবতার নাম’ (নাউযুবিল্লাহ)
এবারের বইমেলায় ফের ইসলাম বিকৃত বই পাওয়া গেছে।
বইটির নাম ‘ধর্ম বিশ্বাসের তলোয়ার’।
লেখক : ওয়াহিদ রেজা (সে নারায়নগঞ্জে খুন হওয়া তকীর আপন চাচা। তার মূল নাম এম এ রাব্বি। সে পেশায় একজন দন্ত চিকিৎসক)
প্রকাশক : জিনিয়াস পাবলিকেশন্স
প্রকাশনীর মালিক: হাবীবুর রহমান
ঠিকানা: ইসলামী টাওয়ার ২য় তলা, বাংলাবাজার
ফোন : 01712-096899, 7118755
--বইটির ২৪৭ পৃষ্ঠায় দাবি করা হয় কাবা ঘরের ভেতরে আল্লাহ নামক দেবতামূর্তি
পূজা করা হতো, তাই পবিত্র কাবা ঘরকে বলা হয় বায়তুল্লাহ (নাউযুবিল্লাহ)
--বইটির ২৪৭ পৃষ্ঠায় আল্লাহকে দেবীদের বাবা বলে উল্লেখ করা আছে। এক্ষেত্রে বলা হয়, লাত, উজ্জা ও মানত নামক যে তিনজন দেবীর নাম কুরআন পাকে এসেছে, তারা নাকি আল্লাহ’র মেয়ে (নাউযুবিল্লাহ)
(বইটির কয়েকটি পৃষ্ঠা পিডিএফ করে দেওয়া হলো: http://goo.gl/2Ftzud)
বইটির প্রত্যেক পাতায় পাতায় মানুষের ধর্ম বিশ্বাসকে আঘাত করা হয়েছে। উল্লেখ্য, বাংলা একাডেমীর আইন অনুযায়ী বইমেলায় এ ধরনের বই বিক্রি হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও এ ধরণের বিকৃতমনা বই প্রকাশ্যে বিক্রি হচ্ছে।
মহান আল্লাহ তায়ালার মুবারক নাম বিকৃত করে লেখার জন্য বইটির লেখক ও প্রকাশকের কঠিন শাস্তি দাবী করছি।
--বইটির ২৪৭ পৃষ্ঠায় আল্লাহকে দেবীদের বাবা বলে উল্লেখ করা আছে। এক্ষেত্রে বলা হয়, লাত, উজ্জা ও মানত নামক যে তিনজন দেবীর নাম কুরআন পাকে এসেছে, তারা নাকি আল্লাহ’র মেয়ে (নাউযুবিল্লাহ)
(বইটির কয়েকটি পৃষ্ঠা পিডিএফ করে দেওয়া হলো: http://goo.gl/2Ftzud)
বইটির প্রত্যেক পাতায় পাতায় মানুষের ধর্ম বিশ্বাসকে আঘাত করা হয়েছে। উল্লেখ্য, বাংলা একাডেমীর আইন অনুযায়ী বইমেলায় এ ধরনের বই বিক্রি হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও এ ধরণের বিকৃতমনা বই প্রকাশ্যে বিক্রি হচ্ছে।
মহান আল্লাহ তায়ালার মুবারক নাম বিকৃত করে লেখার জন্য বইটির লেখক ও প্রকাশকের কঠিন শাস্তি দাবী করছি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন